সিরাজগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে অপহরণের মূলহোতা আব্দুল মুন্নাফ সিদ্দিকী ওরফে মুন্না (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতার আব্দুল মুন্নাফ সিদ্দিকী উল্লাপাড়া উপজেলার নলকা গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
মঙ্গলবার দুপুরে র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসা) মিস্টার জন রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুই মাস আগে ভিকটিমের মোবাইলে অপরিচিত নম্বর থেকে ফোন আসার সুবাদে আসামী আব্দুল মুন্নাফ সিদ্দিকী ওরফে মুন্নার সঙ্গে পরিচয় হয়। পরিচয়ের কিছু দিন পর হতে আসামি ভিকটিমকে বিয়েসহ বিভিন্ন প্রলোভন দিয়ে আসছিলেন। ভিকটিম সেই প্রলোভনে রাজি না হওয়ায় গত ১০ জানুয়ারি মাদরাসায় যাবার সময় রাস্তার ওপর থেকে তাকে অপহরণ করেন। পরে স্বজনরা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মিস্টার জন রানা আরও জানান, গ্রেফতার আসামিকে দেবীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।,