পিরোজপুরে মো. তাজ উদ্দিন শেখ (৩২) নামের এক আইনজীবী সহকারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৭ জুলাই) রাতে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মো. তাজ উদ্দিন শেখ জেলার সদর উপজেলার কদমতলা ইউনিয়নের দুলিয়ারী কদমতলা গ্রামের মো. শহিদুল ইসলাম (ছালাম) শেখের ছেলে। তিনি পিরোজপুর জজ আদালতে আইনজীবী সহকারী হিসাবে কাজ করতেন।
নিহতের চাচাতো ভাই মো. লিটন শেখ জানান, সোমবার (৫ জুলাই) বিকেলে তিনি আদালত থেকে অটোরিকশায় করে বাড়িতে ফিরছিলেন। এ সময় শহরের সরকারি সোহরাওয়ার্দী কলেজ সংলগ্ন অটোরিকশা স্ট্যান্ডে পৌঁছলে অটোরিকশার ড্রাইভারের সঙ্গে অতিরিক্ত ভাড়া নিয়ে তর্ক-বিতর্ক হয়। এসময় ওই স্ট্যান্ডে থাকা স্থানীয় দুই যুবক তাকে বেধম মারপিট করেন।
এতে তিনি গুরুতর আহত হলে প্রথমে তাকে জেলা হাসপাতালে ও পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
শুক্রবার (০৮ জুলাই) খুলনায় ময়না তদন্ত শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে আনা হবে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান জানান, এর আগে গত মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে নিহতের পিতা মো. শহিদুল ইসলাম (ছালাম) বাদী হয়ে হামলা ও মারপিটের অভিযোগ করে একটি মামলা দায়ের করেন। ওই মামলাটিই হত্যা মামলা হিসাবে নেওয়া হবে।