ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে রাজপথের সাহসী ছাত্রনেতা অকালপ্রয়াত পথিক সাহার একাদশ মৃত্যুবার্ষিকী আগামীকাল ২৯ জানুয়ারি শনিবার।
১৯৫২’র ঐতিহাসিক ভাষা আন্দোলনের অগ্নিগর্ভপ্রসূত ছাত্র সংগঠন, এ দেশের সকল গণতান্ত্রিক সংগ্রামে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দেয়া বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক পথিক সাহা মৃত্যুপর্যন্ত বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রধান প্রতিবেদক ও বিশেষ প্রতিনিধি ছিলেন। এর আগে বহু বছর দৈনিক ভোরের ডাক এর প্রধান প্রতিবেদকের দায়িত্ব পালন করেন।
পথিক সাহা সাংবাদিকতার পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন। মৃত্যু পর্যন্ত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন তিনি।
প্রসঙ্গত, পথিক সাহা হৃদরোগে আক্রান্ত হয়ে ২০১১ সালের ২৯ জানুয়ারি কাকডাকা ভোরে রাজধানীর লালমাটিয়ায় এশিয়াটিক কার্ডিয়াক এন্ড জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৫ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী স্কুলশিক্ষিকা শিল্পী সাহা (মনিকা), একমাত্র সন্তান প্রসূন প্রদীপ সাহা (কুট্টুস), মা বীণা সাহা, বড় ভাই বিশিষ্ট শিশুসংগঠক-শিক্ষক প্রণয় সাহা, ছোট ভাই শিশুসংগঠক ও আল-আমিন গ্রুপের সহকারি মহাব্যবস্থাপক (এজিএম) প্রবীর সাহা, তিন বোন ও তিন ভগ্নিপতিসহ অসংখ্য আত্মীয়স্বজন, সতীর্থ-সহকর্মি, বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে যান।
Facebook Comments Box