বিএনপি রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ দিয়েছে: শ ম রেজাউল

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, আওয়ামী লীগ এবং সরকারের বিরোধিতা করতে গিয়ে বিএনপি এখন রাষ্ট্রের বিরোধিতা করা শুরু করছে। এটা তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ দিয়েছে।

 

বৃহস্পতিবার  সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআইএ) বার্ষিক রিসার্চ রিভিউ ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

 

মন্ত্রী বলেন, বিএনপি কোনো কিছুর ভেতরেই ভালো কিছু খুঁজে পায় না। তারা প্রথম বলছে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগে আইন করতে হবে। আমরা তখন বললাম, আইন করতে সময় লাগতে পারে। এখন সংসদে যখন এই আইন পাস করা হচ্ছে। তখন বলছে, এত তড়িঘড়ি করা ঠিক হলো না।

 

তিনি বলেন, ‘যাকে দেখতে নারি, তার চলন বাঁকা’ বিএনপির অবস্থা এখন সেরকম হয়েছে। ভালো কাজও ভালো বলার মানসিকতা তাদের নেই। বিএনপি অনেকটা এখন দেউলিয়া অবস্থায় পৌঁছেছে।

 

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি যুক্তরাষ্ট্রের আটটি ফার্ম নিয়োগ করেছে রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করার জন্য। এখানে টাকা বিনিয়োগ করা মানে রাষ্ট্রদ্রোহিতার শামিল। এ কারণে বিএনপির অস্তিত্ব বিপন্ন হওয়ার পথের দিকে এগিয়ে যাবে।

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংকট প্রসঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। সরকার নিশ্চয়ই তাদের যৌক্তিক দাবি দ্রুততম সময়ের মধ্যে মেনে নেবে। তবে, কখনও কখনও লক্ষ্য করি যে, শিক্ষার্থীদের ঘাড়ে ভর করে বিরোধী রাজনৈতিক দল বা কিছু লোক। এর মধ্যে সুযোগসন্ধানী কেউ আছে কি না, সেটাও খতিয়ে দেখতে হবে।

 

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআইএর) এর মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» সৎ নেতৃত্ব ছাড়া সমাজে ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয় …. ইঞ্জিনিয়ার মুহসীন আহমেদ

» ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ পবিপ্রবির শিক্ষার্থীদের

» শতকোটি ছাড়াল পাগলা মসজিদের দানের টাকা

» আইএসপিআরের বিবৃতি প্রত্যাখ্যান গণঅধিকার পরিষদের

» জুলাই সনদে ঐকমত্য না হওয়া বিষয়গুলোর পরবর্তী সংসদে নির্ধারণ হবে : ফখরুল

» আ.লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

» গাজরের বরফি তৈরির রেসিপি

» শিশুর ডিহাইড্রেশন হলে বুঝবেন যেভাবে

» ইঙ্গিতপূর্ণ পোস্ট ঐন্দ্রিলার

» বিশেষ অভিযানে চার বোতল ভারতীয় মদসহ ভারতীয় নাগরিক আটক

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিএনপি রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ দিয়েছে: শ ম রেজাউল

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, আওয়ামী লীগ এবং সরকারের বিরোধিতা করতে গিয়ে বিএনপি এখন রাষ্ট্রের বিরোধিতা করা শুরু করছে। এটা তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ দিয়েছে।

 

বৃহস্পতিবার  সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআইএ) বার্ষিক রিসার্চ রিভিউ ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

 

মন্ত্রী বলেন, বিএনপি কোনো কিছুর ভেতরেই ভালো কিছু খুঁজে পায় না। তারা প্রথম বলছে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগে আইন করতে হবে। আমরা তখন বললাম, আইন করতে সময় লাগতে পারে। এখন সংসদে যখন এই আইন পাস করা হচ্ছে। তখন বলছে, এত তড়িঘড়ি করা ঠিক হলো না।

 

তিনি বলেন, ‘যাকে দেখতে নারি, তার চলন বাঁকা’ বিএনপির অবস্থা এখন সেরকম হয়েছে। ভালো কাজও ভালো বলার মানসিকতা তাদের নেই। বিএনপি অনেকটা এখন দেউলিয়া অবস্থায় পৌঁছেছে।

 

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি যুক্তরাষ্ট্রের আটটি ফার্ম নিয়োগ করেছে রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করার জন্য। এখানে টাকা বিনিয়োগ করা মানে রাষ্ট্রদ্রোহিতার শামিল। এ কারণে বিএনপির অস্তিত্ব বিপন্ন হওয়ার পথের দিকে এগিয়ে যাবে।

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংকট প্রসঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। সরকার নিশ্চয়ই তাদের যৌক্তিক দাবি দ্রুততম সময়ের মধ্যে মেনে নেবে। তবে, কখনও কখনও লক্ষ্য করি যে, শিক্ষার্থীদের ঘাড়ে ভর করে বিরোধী রাজনৈতিক দল বা কিছু লোক। এর মধ্যে সুযোগসন্ধানী কেউ আছে কি না, সেটাও খতিয়ে দেখতে হবে।

 

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআইএর) এর মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com