সাম্প্রতিক ফর্মটা দারুণ যাচ্ছিল শরিফুল ইসলামের। কিংবদন্তি প্রোটিয়া পেসার ও বাংলাদেশের বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও তার মাঝে খুঁজে পেয়েছিলেন অপার সম্ভাবনা। তবে ইনজুরিতে পড়ে হয়নি দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলা। এবার সার্জারি করে দ্রুত ক্রিকেটে ফেরার পালা।
শরিফুল বলেন, ‘ইনশাল্লাহ ২৫-২৬ এর মধ্যে সিঙ্গাপুর যাব। তারপর সার্জারি হবে। তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব।’
ইনজুরি কাটিয়ে ফেরার পরবর্তী ধাপগুলোও বেশ চ্যালেঞ্জিং একজন পেসারের জন্য, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে। সেটাও মাথায় আছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই পেসারের। বললেন, ‘একটু কষ্ট তো করতে হবে ছন্দ পেতে, চেষ্টা করবে কিভাবে মানিয়ে নেওয়া যায় কিভাবে ছন্দটা তাড়াতাড়ি ফিরে পাওয়া যায়।’
ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি পেসারদের সাম্প্রতিক পারফরম্যান্সও আশার খোরাক যোগাচ্ছে বাংলাদেশের ক্রিকেটে। শরিফুলের মতে এর মূলে রয়েছে জুটি বেঁধে বোলিং করা। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা যখন কথা বলি শুধু তিনটা বোলার না, সব বোলাররাই কথা বলি। আমরা সব সময় চেষ্টা করি ডট বল করে বোলিং পার্টনারশিপ করার।
আলাদা করে তাসকিন আহমেদকে কৃতজ্ঞতা জানাতেও ভুলেননি এই টাইগার পেসার, ‘আমরা যখনি খেলি বা প্রাকটিস করি আমাদের সবারই কথা থাকে যে খেলবে তার সাথে পার্টনারশিপ করতে হবে। তো তাসকিন ভাইয়ের সাথে শেষ কয়েকটা সিরিজে অনেক ভাল পার্টনারশিপ করছি। আর উনি অনেক পজিটিভ কথা বলে যা আরেকটা বোলারের অনেক কাজে আসে।’
সূএ:ঢাকা পোস্ট ডটকম