আবারও অবরুদ্ধ জেরুজালেমের আল-আকসা মসজিদে হানা দিয়েছে ইসরায়েলি পুলিশ। রোববার এ ঘটনা ঘটেছে বলে আল-জাজিরা অনলাইন জানিয়েছে।
এর আগে শুক্রবার ফজরের নামাজের সময় আল-আকসা মসজিদে হামলা চালায় ইসরায়েলি পুলিশ। এসময় মুসল্লিদের বেধড়ক মারপিট করে তারা এবং শতাধিক ব্যক্তিকে আটক করে।
রোববার ইসরায়েলি পুলিশ জানিয়েছে, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে পুলিশ মসজিদে প্রবেশ করেছিল। ফিলিস্তিনিরা মসজিদের আঙ্গিনায় বিপুল সংখ্যক পাথর জড়ো করেছিল এবং আঙ্গিনায় ব্যারিকেড তৈরি করে রেখেছিল। পুলিশ মসজিদের ভেতর থেকে ফিলিস্তিনিদের বের করে দেয় এবং ৯ জনকে গ্রেপ্তার করে।
ফিলিস্তিনি চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, অন্তত ১৯ জন আহত হয়েছেন।
ফিলিস্তিনি রেড ক্রস জানায়, রাবার বুলেটের আঘাতে বা আঘাতের পর তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদেরকে মসজিদের আঙ্গিনায় প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছিল কিন্তু বাব আল-আসবাতের কাছে আহতদের সহায়তা করার ব্যবস্থা করতে সক্ষম হন।
সম্প্রতি অতিডানপন্থী ইহুদি গোষ্ঠী রিটার্ন টু টেম্পল মাউন্ট ঘোষণা দেয়, আল-আকসা মসজিদের ভেতরে ছাগল জবাই করতে পারলে নগদ পুরস্কার দেওয়া হবে। অথচ মসজিদের ভেতরে এ ধরনের কাজ সম্পূর্ণ নিষিদ্ধ। ওই ঘোষণার পর উত্তেজনা বেড়ে যায়।