বৃহস্পতিবার মধ্যরাতে অন্ধ্রপ্রদেশের একটি ফার্মাসিউটিক্যাল ইউনিটে অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যু হয়েছে এবং ১২ জন আহত হয়েছে। প্রাথমিকভাবে গ্যাস লিকের কারণে চুল্লি বিস্ফোরণে আগুন লেগেছে বলে সন্দেহ করা হচ্ছে।
ঘটনাটি ঘটেছে পশ্চিম গোদাবরী জেলার আক্কিরেড্ডিগুডেমে। অগ্নিকাণ্ডের সময় ফার্মাসিউটিক্যাল প্ল্যান্টের ৪ নম্বর ইউনিটে ১৮ জন কর্মরত ছিলেন। ফায়ার সার্ভিসের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নিহত ছয়জনের মধ্যে চারজনই বিহারের অভিবাসী শ্রমিক। এখন পর্যন্ত দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন উদুরুপতি কৃষ্ণাইয়া, বি কিরণ কুমার, কারু রবি দাস, মনোজ কুমার, সুবাস রবি দাস এবং হাবদাস রবি দাস।