আবু মুসা মোহন রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮ নম্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে খলিফাগো ব্রীজের গোড়ায় তৈরি হয়েছে বেহাল অবস্থা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, ব্রীজের গোড়ার ভাঙা অংশ দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীদের জন্য এ পথ এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
এলাকাবাসীর দাবি, জরুরি ভিত্তিতে ব্রীজটি গোড়ায় সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।