ফাইল ছবি
অনলাইন ডেস্ক : রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টার অভিযানে ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী, ডেমরা, মোহাম্মদপুর, তেজগাঁও, হাজারীবাগ, বাড্ডা, পল্টন, আদাবর, বংশাল, চকবাজার, কলাবাগান, যাত্রাবাড়ী, রামপুরা, গেন্ডারিয়া, দারুস-সালাম, শিল্পাঞ্চল, শাহবাগ, ওয়ারী ও উত্তরা পশ্চিম থানা পুলিশ এসব অভিযান চালায়।
এর মধ্যে কোতোয়ালী থানা একজন, ডেমরা থানা একজন, মোহাম্মদপুর থানা ছয়জন, তেজগাঁও থানা একজন, হাজারীবাগ থানা ১২ জন, বাড্ডা থানা দুইজন, পল্টন থানা দুইজন, আদাবর থানা একজন, বংশাল থানা একজন, চকবাজার থানা একজন, কলাবাগান থানা দুইজন, যাত্রাবাড়ী থানা আটজন, রামপুরা থানা তিনজন, গেন্ডারিয়া থানা একজন, দারুস-সালাম থানা দুইজন, শিল্পাঞ্চল থানা একজন, শাহবাগ থানা পাঁচজন, ওয়ারী থানা একজন ও উত্তরা পশ্চিম থানা একজনকে গ্রেফতার করেছে।
বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-মো. মোয়াজ্জেম হোসেন (৪৬), মো. জাহাঙ্গীর হোসেন মুন্সি (৪৬), আদু (২৬), খালিদ আল-মাহমুদ (২৮), মো. মিলন (২৪), সুজন (২৩), আতিকুল ইসলাম (২৮), মো. সাকিব (১৯), জেসমিন খাতুন (২৮), মো. জুয়েল (২০), মো. রাব্বি (২২), মো. জাহাঙ্গীর (৩৮), মো. রায়হান (২৮), মো. শহীদুল্লাহ (৩০), মো. লিটন মিয়া (২৫), শাওন বেপারী (২১), মো. জাহাঙ্গীর হোসাইন (৩০), মাহামুদ হাসান (২০), মো. বিল্লাল হোসেন (৩১), ইয়ামিন (১৯), মো. আলমগীর (৩৮), লাইলী বেগম (৪৫), সোমা বেগম (৩৫), নাসির গাজী (৪৪), মো. সুমন (২৫), সাইদুর (২৬), শেখ কমল ওরফে আল-আমিন (৩১), জাকিয়া আক্তার (২৮), আল আমিন (২৩), মো. হিরা (২২), মো. নবু খান (২৪), ফজলে রাব্বী (৩৬), আরিফ (৪০), মো. ফরিদ (৩০), মো. নিজাম (২৭), জাকির হোসেন (২২), মো. রাব্বি হাসান সরদার (২২), সুকুমার সরকার ওরফে সুমন (৩৫), মো. রমজান ওরফে ফালান (২৪), মো. আকাশ হোসেন (২৩), মো. লাদেন ওরফে আবু বক্কর সিদ্দিক (২৫), মো. ইব্রাহীম (২৬), সাবিকুল ইসলাম (১৯), রাকিবুল ইসলাম (৩৮), আব্দুল আজিজ (৩৫), মো. নাজমুল (২২), পাপন সাহা (৪০), মো. জুয়েল (৩৫), মো. রাজিব হাসান সোহান (২১), মো. পলাশ ওরফে গিয়াস (২১), মো. সাব্বির (২২) ও মো. নাসির আলম (৫৫)। গ্রেফতার ব্যক্তিদের আদালতে প্রেরণ করা হয়েছে।








