ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শিমরাইলকান্দিতে র্যাবের অভিযানে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, শটগানের ১০ রাউন্ড কার্তুজ ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি।
মঙ্গলবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। বুধবার র্যাব–৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নূরনবীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১২টার দিকে শিমরাইলকান্দি এলাকার একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে এসব অস্ত্র, কার্তুজ ও ককটেল উদ্ধার করা হয়। পরে র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল ককটেলগুলো নিরাপদভাবে নিষ্ক্রিয় করে। উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজ আইনগত প্রক্রিয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় জমা দেওয়া হয়েছে।








