ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ থেকে বাংলাদেশের বাদ পড়া নিয়ে প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে আক্রমণের শিকার হয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার, পাকিস্তানের সাবেক প্রধান কোচ জেসন গিলেস্পি। অনলাইনে গালাগাল ও আক্রমণের শিকার হয়ে শেষ পর্যন্ত তিনি পোস্টটি মুছে ফেলতে বাধ্য হন।
এক্সে সাবেক টুইটারে দেওয়া এক পোস্টে গিলেস্পি আইসিসির সিদ্ধান্ত নিয়ে কৌতূহল প্রকাশ করে জানতে চান কেন বাংলাদেশকে ভারতের বাইরে ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয়নি। তিনি উদাহরণ টেনে বলেন অতীতে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানালে তাদের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের সুযোগ দেওয়া হয়েছিল।
গিলেস্পির পোস্টে লেখা ছিল, আইসিসি কি ব্যাখ্যা দিয়েছে কেন বাংলাদেশ তাদের ম্যাচগুলো ভারতের বাইরে খেলতে পারবে না অতীতে ভারত পাকিস্তানে খেলতে না চাইলে তাদের ম্যাচ বাইরে আয়োজন করা হয়েছিল তাহলে এখন এই সিদ্ধান্তের ভিত্তি কী কেউ কি বিষয়টা পরিষ্কার করে বলতে পারেন।
এই প্রশ্নের পরপরই গিলেস্পি সামাজিক মাধ্যমে তীব্র আক্রমণ ও কটূক্তির শিকার হন। পরে এক ব্যবহারকারী পোস্টটি কেন মুছে ফেলেছেন জানতে চাইলে গিলেস্পি বলেন, একটা সাধারণ প্রশ্ন করার জন্য আমাকে গালাগাল করা হয়েছে তাই পোস্টটি মুছে ফেলেছি।
আইসিসি শনিবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অন্তর্ভুক্ত করা হয়েছে।
কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি ভারতে ভ্রমণ নিয়ে নিরাপত্তা উদ্বেগ প্রকাশ করে এবং তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু, যেমন শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানায়। পরে আইসিসি তাদের দাবি উপেক্ষা করে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে।
আইসিসির বিবৃতিতে বলা হয়, টুর্নামেন্টের সূচির স্থিতিশীলতা ও সময়সূচির স্বচ্ছতা বজায় রাখতেই এই কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে। সংস্থাটি জানায় স্বাধীন নিরাপত্তা মূল্যায়নে ভারতে বাংলাদেশ দল, কর্মকর্তা ও সমর্থকদের জন্য কোনো বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকি পাওয়া যায়নি।
তবে বিসিবির পক্ষ থেকে ভারতে ভ্রমণ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করায় বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেটে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বাংলাদেশের বাদ পড়া এবং স্কটল্যান্ডের অন্তর্ভুক্তি নিয়ে ক্রিকেট মহলে আলোচনা ও সমালোচনা অব্যাহত রয়েছে।
সূএ: বাংলাদেশ প্রতিদিন








