হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : পটুয়াখালীর মির্জাগঞ্জে আলোচিত কৃষক দুলাল মল্লিক (৬০) হত্যা মামলার প্রধান আসামি মো. মহারাজ খানকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার  রাত ৯টার দিকে পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের ভুতুমিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাওসার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মহারাজ খান ভুতুমিয়া এলাকায় তার এক নিকটাত্মীয়ের বাড়িতে অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে এসআই মিজানসহ পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে প্রায় আধা কিলোমিটার ধাওয়া শেষে একটি খোলা মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি বিকেল ৩টার দিকে মহারাজ খানের হাঁস-মুরগি প্রতিবেশী দুলাল মল্লিকের জমিতে ঢুকে পাকা ধান নষ্ট করছিল। এ নিয়ে প্রতিবাদ জানালে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মহারাজ খান, তার স্ত্রী আকলিমা বেগম (৩৮) ও মেয়ে সাদিয়া আক্তার (২২) সংঘবদ্ধ হয়ে দুলাল মল্লিকের ওপর হামলা চালান। এ সময় সাদিয়া আক্তার কাঁচি দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দুলাল মল্লিককে উদ্ধার করে প্রথমে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন বুধবার বিকেলে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে শাওন মল্লিক বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মির্জাগঞ্জ থানার ওসি মো. আব্দুস ছালাম বলেন, মামলার দায়েরের পর তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে আইগগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

» ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান ও পরিবারের বিপুল সম্পদ ক্রোক

» শাহরুখ খানের ‘কিং’ মুক্তি পাচ্ছে কবে?

» জামায়াতের এমন কিছু বলা উচিত না, যেটা তাদের ঈমানকে পরীক্ষায় ফেলে : নজরুল ইসলাম খান

» চাঁদাবাজি বাদ না দিলে কমপ্লিট লালকার্ড : জামায়াত আমির

» সবাই সচেতন হলে হর্নমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব : পরিবেশ উপদেষ্টা

» চব্বিশের ছাত্র আন্দোলন ৭১-এর স্বাধীনতা রক্ষা করেছে : তারেক রহমান

» অন্তর্বর্তী সরকারের সময় আপনারা প্রাণ খুলে সাংবাদিকতা করেছেন: প্রেস সচিব

» বিএনপির দিকে ঝুঁকে আছে প্রশাসন: নাসীরুদ্দীন

» ক্ষমতায় গেলে দুর্নীতির টুঁটি চেপে ধরার অঙ্গীকার তারেক রহমানের

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : পটুয়াখালীর মির্জাগঞ্জে আলোচিত কৃষক দুলাল মল্লিক (৬০) হত্যা মামলার প্রধান আসামি মো. মহারাজ খানকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার  রাত ৯টার দিকে পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের ভুতুমিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাওসার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মহারাজ খান ভুতুমিয়া এলাকায় তার এক নিকটাত্মীয়ের বাড়িতে অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে এসআই মিজানসহ পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে প্রায় আধা কিলোমিটার ধাওয়া শেষে একটি খোলা মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি বিকেল ৩টার দিকে মহারাজ খানের হাঁস-মুরগি প্রতিবেশী দুলাল মল্লিকের জমিতে ঢুকে পাকা ধান নষ্ট করছিল। এ নিয়ে প্রতিবাদ জানালে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মহারাজ খান, তার স্ত্রী আকলিমা বেগম (৩৮) ও মেয়ে সাদিয়া আক্তার (২২) সংঘবদ্ধ হয়ে দুলাল মল্লিকের ওপর হামলা চালান। এ সময় সাদিয়া আক্তার কাঁচি দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দুলাল মল্লিককে উদ্ধার করে প্রথমে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন বুধবার বিকেলে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে শাওন মল্লিক বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মির্জাগঞ্জ থানার ওসি মো. আব্দুস ছালাম বলেন, মামলার দায়েরের পর তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে আইগগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com