বিশ্বকাপ না খেললেই কি থেমে যাবে বাংলাদেশ ক্রিকেট?

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হলেও বাংলাদেশের ক্রিকেটে এখন টালমাটাল অবস্থা।  আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা না হওয়ায় কিছুটা দুশ্চিন্তায় জাতীয় দলের ক্রিকেটাররা। বিষয়টি স্বীকার করেছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি জানান, এমন পরিস্থিতিতে আগে কখনো পড়েনি বাংলাদেশ ক্রিকেট।

মিরপুরে বিপিএল ফাইনাল শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে নাজমুল বলেন, বিশ্বকাপ খেলতে না পারার আশঙ্কা তাকে চিন্তিত করে তুলেছে। তার ভাষায়, ভবিষ্যৎ কী, আমরা কেউ জানি না। একজন খেলোয়াড় হিসেবে এই অনিশ্চয়তা অস্বীকার করার সুযোগ নেই।

কেমন চিন্তা কাজ করছে, এমন প্রশ্নে সংক্ষিপ্ত উত্তর দেন শান্ত। তিনি বলেন, সেটা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার হিসেবে তিনি স্পষ্ট করে বলেন, মাঠের বাইরের অস্থিরতা বাংলাদেশের ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করছে। গত এক থেকে দেড় বছরে বাইরের নানা পরিবেশ ক্রিকেটের স্বাভাবিক গতি ব্যাহত করেছে বলেও মন্তব্য করেন তিনি।

নাজমুল বলেন, একজন খেলোয়াড় হিসেবে আমি অনুরোধ করব, বোর্ড হোক বা বাইরে যারা দায়িত্বে আছেন, সবাই যেন সমঝোতার মাধ্যমে ক্রিকেটটা সুন্দরভাবে চালু রাখেন। খেলা চলছে ঠিকই, কিন্তু আরও নিয়মিত ও প্রতিযোগিতামূলক ক্রিকেট খুব জরুরি।

বিশ্বকাপে খেলা না হলে ঘরোয়া ক্রিকেটের আসর বাড়ানোর তাগিদ দেন টেস্ট অধিনায়ক। বিশেষ করে ঢাকা লিগগুলো নিয়ে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন তিনি। শান্ত বলেন, দীর্ঘ সময় খেলোয়াড়দের বসে থাকা খুব কঠিন। তাই ঢাকা লিগ যেন আগের চেয়ে আরও সুন্দরভাবে হয়, এটাই আমার আবেদন।

তিনি আরও বলেন, যদি বিশ্বকাপে খেলা না হয়, তাহলে বোর্ড যেন আমাদের জন্য বিকল্প কোনো ভালো টুর্নামেন্ট আয়োজন করে। খেলোয়াড়দের খেলার সুযোগ পাওয়া খুব দরকার।

বিশ্বকাপ ইস্যুতে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে ক্রিকেটারদের বৈঠক প্রসঙ্গে নাজমুল বলেন, ভালো আলোচনা হয়েছে। এর বেশি বলা কঠিন। তবে আমাদের ডাকা হয়েছে, এতে আমরা খুশি।

সবশেষে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথাও জানান তিনি। শান্ত বলেন, এরপর কবে খেলব, এই মুহূর্তে জানি না। এমন পরিস্থিতির মুখে আগে কখনো পড়িনি।

আরেক জাতীয় ক্রিকেটার শরীফুল ইসলাম সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, বিসিবি আমাদের অভিভাবক। তারা যেভাবে সিদ্ধান্ত নেবে, সেটাই আমাদের মেনে নিতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

» ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান ও পরিবারের বিপুল সম্পদ ক্রোক

» শাহরুখ খানের ‘কিং’ মুক্তি পাচ্ছে কবে?

» জামায়াতের এমন কিছু বলা উচিত না, যেটা তাদের ঈমানকে পরীক্ষায় ফেলে : নজরুল ইসলাম খান

» চাঁদাবাজি বাদ না দিলে কমপ্লিট লালকার্ড : জামায়াত আমির

» সবাই সচেতন হলে হর্নমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব : পরিবেশ উপদেষ্টা

» চব্বিশের ছাত্র আন্দোলন ৭১-এর স্বাধীনতা রক্ষা করেছে : তারেক রহমান

» অন্তর্বর্তী সরকারের সময় আপনারা প্রাণ খুলে সাংবাদিকতা করেছেন: প্রেস সচিব

» বিএনপির দিকে ঝুঁকে আছে প্রশাসন: নাসীরুদ্দীন

» ক্ষমতায় গেলে দুর্নীতির টুঁটি চেপে ধরার অঙ্গীকার তারেক রহমানের

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিশ্বকাপ না খেললেই কি থেমে যাবে বাংলাদেশ ক্রিকেট?

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হলেও বাংলাদেশের ক্রিকেটে এখন টালমাটাল অবস্থা।  আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা না হওয়ায় কিছুটা দুশ্চিন্তায় জাতীয় দলের ক্রিকেটাররা। বিষয়টি স্বীকার করেছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি জানান, এমন পরিস্থিতিতে আগে কখনো পড়েনি বাংলাদেশ ক্রিকেট।

মিরপুরে বিপিএল ফাইনাল শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে নাজমুল বলেন, বিশ্বকাপ খেলতে না পারার আশঙ্কা তাকে চিন্তিত করে তুলেছে। তার ভাষায়, ভবিষ্যৎ কী, আমরা কেউ জানি না। একজন খেলোয়াড় হিসেবে এই অনিশ্চয়তা অস্বীকার করার সুযোগ নেই।

কেমন চিন্তা কাজ করছে, এমন প্রশ্নে সংক্ষিপ্ত উত্তর দেন শান্ত। তিনি বলেন, সেটা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার হিসেবে তিনি স্পষ্ট করে বলেন, মাঠের বাইরের অস্থিরতা বাংলাদেশের ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করছে। গত এক থেকে দেড় বছরে বাইরের নানা পরিবেশ ক্রিকেটের স্বাভাবিক গতি ব্যাহত করেছে বলেও মন্তব্য করেন তিনি।

নাজমুল বলেন, একজন খেলোয়াড় হিসেবে আমি অনুরোধ করব, বোর্ড হোক বা বাইরে যারা দায়িত্বে আছেন, সবাই যেন সমঝোতার মাধ্যমে ক্রিকেটটা সুন্দরভাবে চালু রাখেন। খেলা চলছে ঠিকই, কিন্তু আরও নিয়মিত ও প্রতিযোগিতামূলক ক্রিকেট খুব জরুরি।

বিশ্বকাপে খেলা না হলে ঘরোয়া ক্রিকেটের আসর বাড়ানোর তাগিদ দেন টেস্ট অধিনায়ক। বিশেষ করে ঢাকা লিগগুলো নিয়ে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন তিনি। শান্ত বলেন, দীর্ঘ সময় খেলোয়াড়দের বসে থাকা খুব কঠিন। তাই ঢাকা লিগ যেন আগের চেয়ে আরও সুন্দরভাবে হয়, এটাই আমার আবেদন।

তিনি আরও বলেন, যদি বিশ্বকাপে খেলা না হয়, তাহলে বোর্ড যেন আমাদের জন্য বিকল্প কোনো ভালো টুর্নামেন্ট আয়োজন করে। খেলোয়াড়দের খেলার সুযোগ পাওয়া খুব দরকার।

বিশ্বকাপ ইস্যুতে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে ক্রিকেটারদের বৈঠক প্রসঙ্গে নাজমুল বলেন, ভালো আলোচনা হয়েছে। এর বেশি বলা কঠিন। তবে আমাদের ডাকা হয়েছে, এতে আমরা খুশি।

সবশেষে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথাও জানান তিনি। শান্ত বলেন, এরপর কবে খেলব, এই মুহূর্তে জানি না। এমন পরিস্থিতির মুখে আগে কখনো পড়িনি।

আরেক জাতীয় ক্রিকেটার শরীফুল ইসলাম সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, বিসিবি আমাদের অভিভাবক। তারা যেভাবে সিদ্ধান্ত নেবে, সেটাই আমাদের মেনে নিতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com