ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এ তথ্য জানায় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। একই সঙ্গে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে হালনাগাদ বিশ্বকাপ সূচিও প্রকাশ করা হয়েছে।
আইসিসি জানায়, পূর্বে প্রকাশিত ম্যাচ সূচি অনুযায়ী টুর্নামেন্টে অংশগ্রহণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অস্বীকৃতির কারণেই বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে খেলতে না চাওয়ায় বিসিবির এই অবস্থান চূড়ান্ত সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে জানায় সংস্থাটি।
বাংলাদেশের স্থলাভিষিক্ত হয়ে গ্রুপ ‘সি’-তে অংশ নেবে স্কটল্যান্ড। এই গ্রুপে স্কটল্যান্ডের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি।
আইসিসির প্রকাশিত নতুন সূচি অনুযায়ী স্কটল্যান্ডের ম্যাচগুলো নির্ধারিত ভেন্যু ও সময়সূচি অনুসারে অনুষ্ঠিত হবে।








