অনলাইন ডেস্ক : রাজধানী ঢাকার বনানীর চেয়ারম্যানবাড়ি মাঠে অনুষ্ঠিত হলো The New School Dhaka-এর ১৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।
দিনব্যাপী এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ড. অনুপম হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক জেবুন নাহার ও তৌফিক হাসান। প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. সবুজ আহমেদ।
ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষার্থীদের আনন্দ দিতে আয়োজন করা হয় ‘যেমন খুশি তেমন সাজো’, বায়োস্কোপ, বাবেল রুম, ফুডকোর্ট ও ট্রাম্পোলিনসহ নানা মনোমুগ্ধকর কার্যক্রম, যা পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত ও উৎসবমুখর করে তোলে।








