ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬: ব্র্যাক ব্যাংক ও ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস যৌথভাবে সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস (সিডিআইপি) কর্তৃক ইস্যুকৃত প্রথম জিরো-কুপন বন্ড সফলভাবে সম্পন্ন করেছে। ১৭১ কোটি টাকা মূল্যমানের এই বন্ড ইস্যু বাংলাদেশের ডেট মার্কেটে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
সিডিআইপি’র অর্থায়নের উৎস বৈচিত্র্যকরণ এবং প্রচলিত অর্থায়নব্যবস্থার ওপর নির্ভরতা কমানোর কৌশলগত উদ্যোগের অংশ হিসেবে এই বন্ড ইস্যু করা হয়। পুঁজিবাজারে প্রবেশের মাধ্যমে সিডিআইপি নিজেদের কস্ট অব ফান্ড অপ্টিমাইজ এবং ফাইন্যান্সিয়াল ফ্লেক্সিবিলিটি বৃদ্ধি করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটির লক্ষ্য হলো আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনে আরও কার্যকর ভূমিকা রাখা।
বন্ডটির সফল সাবস্ক্রিপশন সুগঠিত নন-ব্যাংক ফাইন্যান্সিয়াল ইন্সট্রুমেন্টের ওপর বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান আগ্রহ এবং প্রতিষ্ঠিত মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানগুলোর ওপর বাজার আস্থার প্রতিফলন। একইসঙ্গে এটি বাংলাদেশের ফাইন্যান্সিয়াল মার্কেটে একটি বৈচিত্র্যময় উদ্যোগ, যা দেশের বন্ড মার্কেটে টেকসইতা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
এই বিষয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন,
“সিডিআইপির প্রথম বন্ড ইস্যুতে সহায়তা করতে পেরে আমরা আনন্দিত। আমাদের এই প্রচেষ্টা উদ্ভাবনী স্ট্রাকচার্ড ফাইন্যান্স সল্যুশনের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর টেকসই অর্থায়ন নিশ্চিত করার যাত্রায় একটি উল্লেখযোগ্য উদ্যোগ। এমন উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর ক্যাপিটাল বেজ শক্তিশালী করতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।”
সিডিআইপির নির্বাহী পরিচালক মিফতা নাইম হুদা বলেন, “প্রথম জিরো-কুপন বন্ড সিডিআইপির জন্য একটি রূপান্তরমূলক পদক্ষেপ। ব্র্যাক ব্যাংক ও ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস আমাদের নতুন বিনিয়োগকারীদের কাছে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”








