খালেদা জিয়া আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন লড়াই করেছেন: শিরীন সুলতানা

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শিরীন সুলতানা বলেছেন, বেগম খালেদা জিয়া আধিপাত্যবাদী শক্তির বিরুদ্ধে আজীবন লড়াই করে গেছেন। দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

বৃহস্পতিবার নরসিংদী সদর উপজেলার আলোকবালি ইউনিয়নের কাজিরকান্দী ঈদগাহ মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিরীন সুলতানা বলেন, সুস্থ অবস্থায় বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছিল। কিন্তু তিনি হুইলচেয়ারে করে কারাগার থেকে বের হয়েছেন। কারাগারে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তার চিকিৎসার জন্য বিএনপির পক্ষ থেকে ৪৮ বার আবেদন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। ছাত্র গণ-অভ্যুত্থানের মাধ্যমে মুক্তি পেলেও চিকিৎসকেরা জানিয়েছেন, এরই মধ্যে তার শরীরে ব্যাপক ক্ষতি হয়ে গেছে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশের মানুষকে কাঁদিয়ে চলে গেছেন। তবে তার আদর্শ ও সংগ্রাম দেশের মানুষের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবে।

বিএনপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে দেশ গঠনে কাজ করবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের জন্য একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা তৈরি করেছেন। ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হলে তারেক রহমানকে সঙ্গে নিয়ে জাতীয় সংসদে গিয়ে মানুষের দীর্ঘদিনের দাবি ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

আলোকবালি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন সরকারের সভাপতিত্বে এবং সদস্যসচিব আব্দুল কাইয়ুম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত, জেলা বিএনপির সহ–ছাত্র বিষয়ক সম্পাদক শরীফ আহমেদ, সদস্য শহীদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» খালেদা জিয়া আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন লড়াই করেছেন: শিরীন সুলতানা

» গৃহবধূকে গলা কেটে হত্যা, অন্ধ স্বামী আটক

» ‘আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা যেন প্রবাসীদের নিয়ে কাজ করে’

» বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন গ্রেফতার

» দ্বিতীয় দিনেও রাজধানীর ৩ মোড়ে শিক্ষার্থীদের অবরোধ

» অর্জুন আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ: মালাইকা

» প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়

» ইসলামী আন্দোলন নিয়ে অনাকাঙ্ক্ষিত মন্তব্য না করার আহবান জামায়াত আমিরের

» এনআইডির তথ্য বিক্রি করে কোটি টাকা আয়: ইসির কর্মচারীসহ গ্রেপ্তার ২

» স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে জুলাইযোদ্ধাদের বিরুদ্ধে করা মামলা

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

খালেদা জিয়া আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন লড়াই করেছেন: শিরীন সুলতানা

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শিরীন সুলতানা বলেছেন, বেগম খালেদা জিয়া আধিপাত্যবাদী শক্তির বিরুদ্ধে আজীবন লড়াই করে গেছেন। দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

বৃহস্পতিবার নরসিংদী সদর উপজেলার আলোকবালি ইউনিয়নের কাজিরকান্দী ঈদগাহ মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিরীন সুলতানা বলেন, সুস্থ অবস্থায় বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছিল। কিন্তু তিনি হুইলচেয়ারে করে কারাগার থেকে বের হয়েছেন। কারাগারে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তার চিকিৎসার জন্য বিএনপির পক্ষ থেকে ৪৮ বার আবেদন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। ছাত্র গণ-অভ্যুত্থানের মাধ্যমে মুক্তি পেলেও চিকিৎসকেরা জানিয়েছেন, এরই মধ্যে তার শরীরে ব্যাপক ক্ষতি হয়ে গেছে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশের মানুষকে কাঁদিয়ে চলে গেছেন। তবে তার আদর্শ ও সংগ্রাম দেশের মানুষের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবে।

বিএনপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে দেশ গঠনে কাজ করবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের জন্য একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা তৈরি করেছেন। ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হলে তারেক রহমানকে সঙ্গে নিয়ে জাতীয় সংসদে গিয়ে মানুষের দীর্ঘদিনের দাবি ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

আলোকবালি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন সরকারের সভাপতিত্বে এবং সদস্যসচিব আব্দুল কাইয়ুম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত, জেলা বিএনপির সহ–ছাত্র বিষয়ক সম্পাদক শরীফ আহমেদ, সদস্য শহীদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com