ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : বিএনপি সব সময় সংস্কারের পক্ষে এবং সেই ধারাবাহিকতায় দলটি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে কাজ করবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, পোস্টাল ব্যালট পেপার নিয়ে ইতিমধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে, যেখানে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর আলামত দেখা যাচ্ছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে বগুড়া শহরের নবাববাড়ী এলাকায় টিএমএসএস অডিটরিয়ামে জেলা যুবদল আয়োজিত সাংগঠনিক এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী বিভাগের ৯টি ইউনিটের নেতাকর্মীদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
মোনায়েম মুন্না বলেন, গতকাল নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি সব সময় সংস্কারের পক্ষে। সুতরাং গণভোটের বিষয়ে আমরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আছি। নির্বাচনের মাঠে অনেকগুলো ধাপ থাকে উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি ধাপকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তা ঐক্যবদ্ধভাবে এবং সাংগঠনিক দক্ষতার মাধ্যমে অতিক্রম করা হবে।
দলের চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনার কথা তুলে ধরে যুবদল সভাপতি বলেন, মানবিক সমাজ ও সাম্যের ভিত্তিতে দেশ গড়ার কাজ চলছে।
তারেক রহমান গ্রাম পর্যায়ে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করেছেন, যার বড় একটি অংশ হবে নারী। এ ছাড়া উন্নত বিশ্বের আদলে রোগের চিকিৎসার চেয়ে প্রতিরোধে (প্রিভেনশন) বেশি জোর দেবে বিএনপি। এ লক্ষ্যে শহরের বিভিন্ন ওয়ার্ডের মাঝে ‘গ্রিন স্পেস’ বা মাঠ তৈরি করা হবে যাতে তরুণরা খেলাধুলার মাধ্যমে মাদক ও অপরাধ থেকে দূরে থাকে।
বিপর্যস্ত শিক্ষা ও পরিবেশ খাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে মোনায়েম মুন্না বলেন, সারা দেশে ৫০ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া বগুড়ায় ইতিমধ্যে ২০টি স্থানে পরীক্ষামূলকভাবে ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে, যা পর্যায়ক্রমে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।
তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ প্রতিটি সেক্টর ধ্বংস করেছে। বাংলাদেশকে সঠিক পথে আনা কঠিন, তবে অসম্ভব নয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ হিমেল রানার সভাপতিত্বে ও রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনির সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম।








