ঢাকা, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬: ব্যাংকাসুরেন্স ক্যাম্পেইন ‘ফ্লাই ব্যাংকক উইথ ব্যাংকা’-এর সেরা পারফর্মারদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক। এই ক্যাম্পেইনটি মেটলাইফ বাংলাদেশ ও ব্র্যাক ব্যাংকের যৌথ উদ্যোগ।
ব্র্যাক ব্যাংকের ব্যাংকাসুরেন্স যাত্রায় এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই উদ্যোগের মাধ্যমে শক্তিশালী ও গ্রাহককেন্দ্রিক পার্টনারশিপের মাধ্যমে দেশে বিমা সেবার প্রসার ঘটানোর ব্যাপারে ব্যাংকটির ব্যক্ত করা প্রতিশ্রুতির প্রতিফলন ঘটেছে। একইসঙ্গে গ্রাহকদের জন্য সুবিধাজনক বিমা সেবা পৌঁছে দিতে যেসব ফ্রন্টলাইন টিম ও কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাঁদেরকে পুরস্কৃত করা হয়েছে।
৮ জানুয়ারি ২০২৬ ঢাকার একটি হোটেলে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, মেটলাইফ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও আলা আহমদ এবং উভয় প্রতিষ্ঠানে অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। ক্যাম্পেইন বিজয়ীদের পুরস্কার হিসেবে ব্যাংকক ট্রিপের এয়ার
টিকিট প্রদান করা হয়। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানই ২০২৬ সালে আরও বড় সাফল্য অর্জনের প্রত্যয় ব্যক্ত করে।
বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তারেক রেফাত উল্লাহ খান বলেন, “ফ্লাই ব্যাংকক উইথ ব্যাংকা ক্যাম্পেইনের সাফল্য আমাদের দলগত প্রচেষ্টা, গ্রাহককেন্দ্রিক মনোভাব এবং ব্র্যাক ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের শক্তিশালী অংশীদারিত্বের প্রতিফলন। আমরা বিশ্বাস করি, সেরা পারফর্মারদের স্বীকৃতি সবাইকে আরও বেশি সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে। গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী বিমা সেবা দেওয়ার লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় বিমা প্রতিষ্ঠানের
সাথে অংশীদারিত্ব অব্যাহত রাখবো আমরা।”
আলা আহমদ বলেন, “ব্র্যাক ব্যাংকের সঙ্গে আমাদের অংশীদারিত্ব দেশজুড়ে বিমা সেবার প্রসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ‘ফ্লাই ব্যাংকক উইথ ব্যাংকা’ ক্যাম্পেইনটি ব্যাংকাসুরেন্স সেবার মাধ্যমে গ্রাহকদের অর্থবহ সুরক্ষা দেওয়ার সক্ষমতাকেই তুলে ধরে। আজ আমরা সেরা পারফর্মারদের পুরস্কৃত করছি। ভবিষ্যতে আরও অনেক মাইলফলক অর্জনের ব্যাপারে আশাবাদী আমরা।”
কৌশলগত অংশীদারিত্ব, কর্মীদের ক্ষমতায়ন এবং গ্রাহকদের সহজ ও সুবিধাজনক বিমা সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকাসুরেন্স সেবার সম্প্রসারণে কাজ করে যাচ্ছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির আস্থা অ্যাপের মাধ্যমে গ্রাহকরা সহজেই বিভিন্ন বিমা পলিসি নিতে পারছেন, যা অন্তর্ভুক্তিমূলক, উদ্ভাবনী ও গ্রাহককেন্দ্রিক আর্থিক সেবা প্রদানে ব্র্যাক ব্যাংকের ব্যাপারে ব্যক্ত করা প্রতিশ্রুতির প্রতিফলন।








