প্রজীৎ ঘোষ:
টিপ বড় ভালো লাগে
টিপ বড় মিষ্টি;
টিপের নিচেয় থাকে
তোমার সুদৃষ্টি।
টিপ হয় লাল কালো
খয়েরি কি নীল;
টিপ- দুচোখের ভাষা বোঝে
বোঝে অন্তমিল।
তোমার টিপের যাদু
শুধু কাছে টানে;
দূর থেকে আমাকেই
আরো কাছে আনে।
লাল সবুজের টিপ
তুমি যেই পরো;
আমার হৃদয় হয়
সব থেকে বড়।
এ টিপের স্বাধীনতা
নারীদের মাঝে;
অপরূপ রূপ হয়ে
সারাক্ষণ বাজে।
টিপ হারা নারী তুমি
বিধবার বেশ;
হিংসায় জ্বলিতেছে
আমার স্বদেশ।
প্রতিবাদী হয়ে তুমি
দুটো পরো টিপ;
পিশাচের বুক যেন
কাঁপে ঢিপঢিপ।