টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় পিকআপভ্যান-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আরও পাঁচ থেকে সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ সকাল সাড়ে ৮টার দিকে কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি জানান, পিকআপ-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার চালক এবং এক যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া ৫ থেকে ৭ জন আহত হয়েছেন। পিকআপভ্যান ও অটোরিকশাটি জব্দ করে আমরা থানায় নিয়ে এসেছি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।