বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় রাশেদুল ইসলাম (৩৮) নামের এক পুলিশ সদস্য ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহত পুলিশ সদস্য রাশেদুল ইসলাম মহিপুর বিডিআরপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে। সে সিরাজগঞ্জ জেলখানার কারারক্ষী পদে চাকুর করতেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের কৃষ্ণপুর যমুনাপাড়া এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, রাশেদুল ইসলাম সিরাজগঞ্জ জেলখানা হতে গতকাল ব্যক্তিগত কাজে শেরপুরের মহিপুর বাড়ীতে আসছিল। সকালে চাকুরিতে যোগদান করার জন্য বাড়ী থেকে সিরাজগঞ্জের উদ্যেশে রওনা হয়। মহিপুর হতে কৃষ্ণপুর যমুনাপাড়া এলাকায় পৌছালে একই দিকে যাওয়া কাভার্ডভ্যান (ঢাকা-মে-ট-১৫-০৬১৪) পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে রাস্তায় পড়ে যায়। পরে কভার্ডভ্যানটির চাকা তার মাথা ও মোটরসাইকেলের দিয়ে গেলে ঘটনাস্থলেই রাশেদুল ইসলাম নিহত হন।
এ ব্যাপারে শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ ইন্সপেক্টর নাদির হোসেন জানান, আমরা দ্রæত ঘটনাস্থলে পৌছে লাশ ও মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করেছি। এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এ কে এম বানিউল আনাম জানান, ট্রাকটি আটক করা হয়েছে। আইনি প্রকৃয়া শেষে লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হবে।