স্টিলের বাসনের জেদি স্টিকার দূর করুন সহজে

ছবি সংগৃহীত

 

লাইফস্টাইল ডেস্ক : অনেক বাড়িতেই রোজকার ব্যবহারের জন্য স্টিলের বাসনপত্র ব্যবহার করা হয়। ধুতে সুবিধা, সহজে ভাঙার ভয় না থাকায় এমন বাসন ব্যবহার করতে চান গৃহিণীরা। কিন্তু এসব বাসনে জেদি স্টিকার লাগানো থাকে। এতে বাসনটি দেখতে মোটেও ভালো লাগে না।

 

খাবার খাওয়ার সময় ওই স্টিকার দেখা গেলে তা অস্বস্তির কারণ হতে পারে। তবে স্টিলের প্লেট থেকে এই জেদি দাগ তোলা অতটাও কঠিন নয়। শুধু জানতে হবে আসল কায়দা। কিছু ঘরোয়া উপায় কাজে লাগিয়ে সহজে এই দাগ তুলতে পারবেন। কীভাবে, চলুন জানা যাক-

১. গরম পানি এবং ডিশওয়াশ লিকুইড:

একটি বড় পাত্রে গরম পানি নিয়ে তাতে কয়েক ফোঁটা ডিশওয়াশ লিকুইড মেশান। এই মিশ্রণে বাসন ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন। স্টিকার ফুলে উঠলে হাত বা প্লাস্টিক স্ক্র্যাপার দিয়ে আলতো করে তুলে ফেলুন।

 

২. ভিনেগার বা লেবুর রস:

তুলায় ভিনেগার বা লেবুর রস ভিজিয়ে স্টিকারের ওপর ঘষুন। ৫ মিনিট রেখে দিন। এতে আঠা নরম হয়ে যাবে। এরপর ভেজা কাপড় দিয়ে মুছে ফেললেই স্টিকার উঠে যাবে সহজে।

sticker2

৩. বেকিং সোডা ও পানি:

বেকিং সোডা ও সামান্য পানি মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। আঠার দাগের ওপর এই মিশ্রণ লাগিয়ে কয়েক মিনিট রেখে দিন। এরপর নরম স্পঞ্জ দিয়ে ঘষে ফেললে স্টিকার সহজেই উঠে যাবে।

 

৪. রান্নার তেল:

রান্নায় ব্যবহৃত তেলও ব্যবহার করতে পারেন স্টিকার তুলতে। সরষের তেল বা নারকেল তেল স্টিকারের জায়গায় লাগান। তেল আঠাকে হালকা করে দিতে পারে। এরপর কাপড় বা টিস্যু দিয়ে মুছে ফেলুন।

sticker3

৫. হেয়ার ড্রায়ার ট্রিকস:

কেবল চুল শুকাতে নয়, স্টিকার দূর করতেও এটি ব্যবহার করতে পারেন। স্টিকারের ওপর ২০-৩০ সেকেন্ড হেয়ার ড্রায়ারের গরম হাওয়া দিন। আঠা গলে গেলে সহজেই টেনে খুলে ফেলতে পারবেন।

 

মনে রাখবেন, স্টিলের বাসনে ছুরি বা স্টিলের স্ক্রাবার দিয়ে ঘষবেন না, এতে খোঁচা লেগে বাসনে আঁচড় লাগতে পারে। বাসন আঘাতপ্রাপ্তও হতে পারে।  সূূএ : ঢাকা মেইল ডটককম

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ড. ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার পেছনে দেশি-বিদেশি কোনো ইন্ধন ছিল না : নাহিদ ইসলাম

» পিআর হবে কিনা—সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেস সচিব

» উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সিঙ্গাপুরে যাচ্ছেন নুরুল হক নুর

» ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু

» প্রশ্ন রিজভীর ইউনিভার্সিটির ভিপিকে কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে?

» অভিনেত্রী পূজার সঙ্গে প্রতারণা, কলকাতায় গ্রেফতার প্রযোজক

» সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

» টাইগারদের ফাইনাল যাত্রা: শ্রীলঙ্কা বধের পর সামনে যে সমীকরণ

» ‘পূজার নিরাপত্তায় বুধবার থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী’ : স্বরাষ্ট্র উপদেষ্টা

» বিভিন্ন দাবিতে সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

স্টিলের বাসনের জেদি স্টিকার দূর করুন সহজে

ছবি সংগৃহীত

 

লাইফস্টাইল ডেস্ক : অনেক বাড়িতেই রোজকার ব্যবহারের জন্য স্টিলের বাসনপত্র ব্যবহার করা হয়। ধুতে সুবিধা, সহজে ভাঙার ভয় না থাকায় এমন বাসন ব্যবহার করতে চান গৃহিণীরা। কিন্তু এসব বাসনে জেদি স্টিকার লাগানো থাকে। এতে বাসনটি দেখতে মোটেও ভালো লাগে না।

 

খাবার খাওয়ার সময় ওই স্টিকার দেখা গেলে তা অস্বস্তির কারণ হতে পারে। তবে স্টিলের প্লেট থেকে এই জেদি দাগ তোলা অতটাও কঠিন নয়। শুধু জানতে হবে আসল কায়দা। কিছু ঘরোয়া উপায় কাজে লাগিয়ে সহজে এই দাগ তুলতে পারবেন। কীভাবে, চলুন জানা যাক-

১. গরম পানি এবং ডিশওয়াশ লিকুইড:

একটি বড় পাত্রে গরম পানি নিয়ে তাতে কয়েক ফোঁটা ডিশওয়াশ লিকুইড মেশান। এই মিশ্রণে বাসন ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন। স্টিকার ফুলে উঠলে হাত বা প্লাস্টিক স্ক্র্যাপার দিয়ে আলতো করে তুলে ফেলুন।

 

২. ভিনেগার বা লেবুর রস:

তুলায় ভিনেগার বা লেবুর রস ভিজিয়ে স্টিকারের ওপর ঘষুন। ৫ মিনিট রেখে দিন। এতে আঠা নরম হয়ে যাবে। এরপর ভেজা কাপড় দিয়ে মুছে ফেললেই স্টিকার উঠে যাবে সহজে।

sticker2

৩. বেকিং সোডা ও পানি:

বেকিং সোডা ও সামান্য পানি মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। আঠার দাগের ওপর এই মিশ্রণ লাগিয়ে কয়েক মিনিট রেখে দিন। এরপর নরম স্পঞ্জ দিয়ে ঘষে ফেললে স্টিকার সহজেই উঠে যাবে।

 

৪. রান্নার তেল:

রান্নায় ব্যবহৃত তেলও ব্যবহার করতে পারেন স্টিকার তুলতে। সরষের তেল বা নারকেল তেল স্টিকারের জায়গায় লাগান। তেল আঠাকে হালকা করে দিতে পারে। এরপর কাপড় বা টিস্যু দিয়ে মুছে ফেলুন।

sticker3

৫. হেয়ার ড্রায়ার ট্রিকস:

কেবল চুল শুকাতে নয়, স্টিকার দূর করতেও এটি ব্যবহার করতে পারেন। স্টিকারের ওপর ২০-৩০ সেকেন্ড হেয়ার ড্রায়ারের গরম হাওয়া দিন। আঠা গলে গেলে সহজেই টেনে খুলে ফেলতে পারবেন।

 

মনে রাখবেন, স্টিলের বাসনে ছুরি বা স্টিলের স্ক্রাবার দিয়ে ঘষবেন না, এতে খোঁচা লেগে বাসনে আঁচড় লাগতে পারে। বাসন আঘাতপ্রাপ্তও হতে পারে।  সূূএ : ঢাকা মেইল ডটককম

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com