হাতুড়ির আঘাতে বড় ভাই মৃত্যু এই ঘটনায় ৩ জন আটক

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক :  চাঁদপুরে ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই শাহজালাল খান (৩৮) এর হাতুড়ির আঘাতে বড় ভাই খাজা আহমেদ (৫৭) এর মৃত্যু হয়েছে। এই ঘটনায় ৩ জনকে পুলিশ আটক করেছে।

 

বুধবার  দিবাগত রাত ১১টার দিকে ওই ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের পূর্ব চাঁদপুর গ্রামে খাসের বাড়িতে এই ঘটনা ঘটেছে।

নিহত খাজে আহমেদ খান এবং অভিযুক্ত শাহজালাল খান ওই বাড়ির মৃত ওমর খানের ছেলে। নিহত খাজা আহমেদ পূর্বে দুবাই প্রবাসী ছিলেন এবং বাড়িতে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তিনি দুই ছেলে এবং এক কন্যার জনক।

 

অভিযুক্ত শাহজালাল পূর্বে প্রবাসে ছিল এবং বর্তমানে অটোরিকশা চালক। শাহজালাল ৪ ভাইয়ের মধ্যে ছোট।

 

আজ সকালের দিকে সদর হাসপাতালে নিহতের তৃতীয় ভাই অলি উল্লাহ খান এর সাথে কথা হয়।

 

তিনি বলেন, গত কয়েকদিন সম্পত্তিগত বিরোধ নিয়ে শাহজালাল আমাকে আর নিহত ভাইকে হুমকি ধমকি দিয়ে আসছিল। সম্পত্তির বিষয়ে শালিস বৈঠক হলেও শাহজালাল তা মানে না। রাত ১১টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে শাহজালাল খাজা আহমেদকে মারধর করে এবং হাতে থাকা হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার চেষ্টা করলে বড় ভাই নুর মোহাম্মদ খানসহ শাহজালাল বাধা দেয়। ১ ঘণ্টা পর রাত ১২টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে রাত ১টায় চিকিৎসাধীন অবস্থায় খাজে আহমেদ মারা যান।

 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফরিদ আহমেদ চৌধুরী বলেন, হাসপাতালে আনার পর চিকিৎসা দেয়া হলেও অতিরিক্ত রক্তক্ষরণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

 

ঘটনার পর নিহতের স্ত্রী রুবি আক্তার ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন। এরপর থানা থেকে পুলিশ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এসে মরদেহের সুরতহাল তৈরি করেন এবং ময়না তদন্তের জন্য মর্গে পাঠান।

 

ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ্ আলম বলেন, সম্পত্তিগত বিরোধ নিয়ে ভাইদের মধ্যে মারামারি খবর জানতে পেরেছি। এক পর্যায়ে হাতুড়ি আঘাতে খাজা আহমেদের মৃত্যু হয়। এঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্ত শাহজালাল, নুর মোহাম্মদসহ ৩ জনকে আটক করা হয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ দুর্গাপূজা এক মণ্ডপে ২০০-র বেশি প্রতিমা-বিগ্রহ! লাখো ভক্তের সমাগমের প্রস্তুতি

» সিটি ব্যাংক ও গার্ডিয়ানের অংশীদারিত্বে প্রথমবারের মত ব্যাংকিং অ্যাপ থেকে ইন্স্যুরেন্স পলিসি কিনতে পারবেন গ্রাহকেরা

» ২৪ ঘণ্টার মধ্যে ডিজিটাল বীমা পলিসি ডক্যুমেন্ট প্রদানের সেবা চালু করল মেটলাইফ বাংলাদেশ

» নওগাঁয় মহিলাসহ ৪ ভুয়া পুলিশ আটক

» প্রাইম ব্যাংক ও প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স-এর মধ্যে পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

» ইসির ২ আইন সংস্কার প্রস্তাবের অনুমোদন

» কল্কির সিক্যুয়েল থেকেও বাদ পড়লেন দীপিকা

» সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন

» বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি প্রত্যাখ্যান করেছে: টুকু

» বায়তুল মোকাররম এলাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ শুরু

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হাতুড়ির আঘাতে বড় ভাই মৃত্যু এই ঘটনায় ৩ জন আটক

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক :  চাঁদপুরে ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই শাহজালাল খান (৩৮) এর হাতুড়ির আঘাতে বড় ভাই খাজা আহমেদ (৫৭) এর মৃত্যু হয়েছে। এই ঘটনায় ৩ জনকে পুলিশ আটক করেছে।

 

বুধবার  দিবাগত রাত ১১টার দিকে ওই ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের পূর্ব চাঁদপুর গ্রামে খাসের বাড়িতে এই ঘটনা ঘটেছে।

নিহত খাজে আহমেদ খান এবং অভিযুক্ত শাহজালাল খান ওই বাড়ির মৃত ওমর খানের ছেলে। নিহত খাজা আহমেদ পূর্বে দুবাই প্রবাসী ছিলেন এবং বাড়িতে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তিনি দুই ছেলে এবং এক কন্যার জনক।

 

অভিযুক্ত শাহজালাল পূর্বে প্রবাসে ছিল এবং বর্তমানে অটোরিকশা চালক। শাহজালাল ৪ ভাইয়ের মধ্যে ছোট।

 

আজ সকালের দিকে সদর হাসপাতালে নিহতের তৃতীয় ভাই অলি উল্লাহ খান এর সাথে কথা হয়।

 

তিনি বলেন, গত কয়েকদিন সম্পত্তিগত বিরোধ নিয়ে শাহজালাল আমাকে আর নিহত ভাইকে হুমকি ধমকি দিয়ে আসছিল। সম্পত্তির বিষয়ে শালিস বৈঠক হলেও শাহজালাল তা মানে না। রাত ১১টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে শাহজালাল খাজা আহমেদকে মারধর করে এবং হাতে থাকা হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার চেষ্টা করলে বড় ভাই নুর মোহাম্মদ খানসহ শাহজালাল বাধা দেয়। ১ ঘণ্টা পর রাত ১২টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে রাত ১টায় চিকিৎসাধীন অবস্থায় খাজে আহমেদ মারা যান।

 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফরিদ আহমেদ চৌধুরী বলেন, হাসপাতালে আনার পর চিকিৎসা দেয়া হলেও অতিরিক্ত রক্তক্ষরণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

 

ঘটনার পর নিহতের স্ত্রী রুবি আক্তার ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন। এরপর থানা থেকে পুলিশ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এসে মরদেহের সুরতহাল তৈরি করেন এবং ময়না তদন্তের জন্য মর্গে পাঠান।

 

ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ্ আলম বলেন, সম্পত্তিগত বিরোধ নিয়ে ভাইদের মধ্যে মারামারি খবর জানতে পেরেছি। এক পর্যায়ে হাতুড়ি আঘাতে খাজা আহমেদের মৃত্যু হয়। এঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্ত শাহজালাল, নুর মোহাম্মদসহ ৩ জনকে আটক করা হয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com