ফাইল ফটো
অনলাইন ডেস্ক : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা চার দিনের ছুটি। ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১ অক্টোবর (বুধবার) দুর্গাপূজা উপলক্ষে থাকবে সরকারি ছুটি। পরদিন ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে আরও একদিন ছুটি থাকবে। এরপর ৩ ও ৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার পড়ায় সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিনের ছুটি উপভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।
এদিকে, দুর্গাপূজা উপলক্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো টানা ১১ দিন বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক শিক্ষাপঞ্জি বিশ্লেষণে জানা যায়, প্রাথমিক বিদ্যালয়ের ছুটি শুরু হবে ২৮ সেপ্টেম্বর থেকে, তবে তার আগে ২৬ ও ২৭ সেপ্টেম্বর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২৬ সেপ্টেম্বর থেকেই কার্যত ছুটি শুরু হয়ে যাবে। ছুটি শেষে ৭ অক্টোবর বিদ্যালয় খুলবে।
মাধ্যমিক ও কলেজে ছুটি ১২ দিন
সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজগুলোতেও দুর্গাপূজা উপলক্ষে টানা ১২ দিনের ছুটি থাকবে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত পূজার ছুটি এবং এর আগে ২৬ ও ২৭ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় মোট ১২ দিন শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। ৮ অক্টোবর থেকে এসব প্রতিষ্ঠানে যথারীতি পাঠদান শুরু হবে।
অন্যদিকে, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্গাপূজায় মাত্র দুদিনের ছুটি থাকবে- ১ ও ২ অক্টোবর। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, পূজার জন্য মাদরাসাগুলোতে সঙ্গত কারণেই কোনো ছুটি রাখা হয়নি।