আজানের মতো ইকামতেরও কি জবাব দিতে হয়?

ছবি সংগৃহীত

 

ইসলাম ডেস্ক :  আজানের জবাব দেওয়া যেমন সুন্নত, ইকামতের জবাব দেওয়াও সুন্নত। আবু সাইদ খুদরি (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, যখন আপনারা নামাজের দিকে আহ্বান শুনবেন, তখন মুয়াজ্জিন যা বলে তাই বলবেন। (সহিহ মুসলিম: ৩৮৩)

 

এই হাদিসে ‘নামাজের আহ্বান’ বলে ব্যাপকভাবে আজান ও ইকামত উভয়টিই বোঝানো হয়েছে।

 

ইকামতের জবাব দেওয়ার পদ্ধতি হলো, তাকবির, শাহাদাত ইত্যাদি সব বাক্যের ক্ষেত্রে মুয়াজ্জিন যা বলে তাই বলে যাওয়া। শুধু ‘হাইয়া আলাস-সালাহ’ ও হাইয়া আলাল ফালাহ’ শুনে ‘লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ বলা এবং ‘কাদ কামাতিস-সালাহ’ শুনে ‘আকামাহাল্লাহু ওয়া আদামাহা’ বলা।

 

আবু উমামাহ (রা.) বলেন, একবার বিলাল (রা.) ইকামত দিতে শুরু করলেন। তিনি যখন ‘কাদ কামাতিস সালাহ’ (নামাজা শুরু হচ্ছে) বললেন, তখন আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, ‘আকামাহা-ল্লাহু ওয়া আদামাহা’ (আল্লাহ নামাজকে প্রতিষ্ঠিত ও চিরস্থায়ী করুন)। বাকি সব বাক্যের জবাবে ওমরের (রা.) বর্ণিত হাদিসে আজানের উত্তরে যেমন উল্লেখ রয়েছে তেমনই বললেন। (সুনানে আবু দাউদ)

এ হাদিসে হজরত ওমর ইবনে খাত্তাব (রা.) থেকে বর্ণিত আজানের বিস্তারিত জবাব সম্বলিত হাদিসটির কথা বলা হচ্ছে। ওমরের (রা.) বর্ণিত হাদিসটিতে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, কেউ যদি মুয়াজ্জিনের ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার’-এর জাওয়াবে ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার’ বলে, ‘আশহাদু আল্-লা ইলাহা ইল্লাল্লাহ’-এর জওয়াবে ‘আশহাদু আল্-লা ইলাহা ইল্লাল্লাহ’ বলে, ‘আশহাদু আন্না মুহাম্মাদার রাসুলুল্লাহ’-এর জওয়াবে ‘আশহাদু আন্না মুহাম্মাদার রাসুলুল্লাহ বলে, ‘হাইয়্যা আলাস্-সলাহ’-এর জওয়াবে ‘লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ’ বলে, ‘হাইয়্যা আলাল-ফালাহ’-এর জওয়াবে ‘লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ’ বলে, ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার’-এর জওয়াবে ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার’ এবং ‘লা-ইলাহা ইল্লল্লাহ’-এর জওয়াবে ‘লা-ইলাহা ইল্লল্লাহ’ বলে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। (সহিহ মুসলিম, সুনানে আবু দাউদ)

ইকামতে যা বলা হয়

ধারাবাহিকভাবে ইকামতের বাক্যসমূহ এবং সেগুলোর অর্থ এখানে উল্লেখ করা হলো:

আল্লাহু আকবার অর্থাৎ আল্লাহ মহান (৪ বার)

আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই (২ বার)

আশহাদু আন্না মোহাম্মাদার রাসুলুল্লাহ অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ (সা.) আল্লাহর রাসুল (২ বার)

হাইয়া আল্লাস সালাহ অর্থাৎ নামাজের দিকে আসুন (২ বার)

হাইয়া আলাল ফালাহ অর্থাৎ কল্যাণের দিকে আসুন (২ বার)

কাদ কামাতিস সালাহ অর্থাৎ নামাজ শুরু হচ্ছে (২ বার)

আল্লাহু আকবার অর্থাৎ আল্লাহ মহান (২ বার)

লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই (১ বার)

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» মব করে মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার সুযোগ নেই: সেনাসদর

» আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, আলেমদের সতর্ক থাকতে হবে: মাহমুদুর রহমান

» এবার দুদকের মামলায় গ্রেপ্তার বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম

» দেশের লাভ হলে বিদেশিদের টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিতে সমস্যা নেই: সাখাওয়াত হোসেন

» সকল সাংবাদিকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

» ডাকসু নির্বাচনে ২ হাজারের বেশি পুলিশ, সোয়াট টিম, ডগ স্কোয়াড প্রস্তুত : ডিএমপি কমিশনার

» বর্ষপূর্তি উপলক্ষে রিভোর ‘মেগা ক্যাশব্যাক’ অফার

» পাওনা টাকা পরিশোধের কথা বলে, যুবককে ডেকে নিয়ে গলাকেটে  হত্যা চেষ্টা, গ্রেফতার ২ 

» বনপাড়া শহর তৃনমুল নেতা-কর্মীদের সাথে জেলা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় 

» সেরা নারী চিফ টেকনোলজি অফিসার অ্যাওয়ার্ড জিতলেন ব্র্যাক ব্যাংকের নুরুন নাহার বেগম

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আজানের মতো ইকামতেরও কি জবাব দিতে হয়?

ছবি সংগৃহীত

 

ইসলাম ডেস্ক :  আজানের জবাব দেওয়া যেমন সুন্নত, ইকামতের জবাব দেওয়াও সুন্নত। আবু সাইদ খুদরি (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, যখন আপনারা নামাজের দিকে আহ্বান শুনবেন, তখন মুয়াজ্জিন যা বলে তাই বলবেন। (সহিহ মুসলিম: ৩৮৩)

 

এই হাদিসে ‘নামাজের আহ্বান’ বলে ব্যাপকভাবে আজান ও ইকামত উভয়টিই বোঝানো হয়েছে।

 

ইকামতের জবাব দেওয়ার পদ্ধতি হলো, তাকবির, শাহাদাত ইত্যাদি সব বাক্যের ক্ষেত্রে মুয়াজ্জিন যা বলে তাই বলে যাওয়া। শুধু ‘হাইয়া আলাস-সালাহ’ ও হাইয়া আলাল ফালাহ’ শুনে ‘লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ বলা এবং ‘কাদ কামাতিস-সালাহ’ শুনে ‘আকামাহাল্লাহু ওয়া আদামাহা’ বলা।

 

আবু উমামাহ (রা.) বলেন, একবার বিলাল (রা.) ইকামত দিতে শুরু করলেন। তিনি যখন ‘কাদ কামাতিস সালাহ’ (নামাজা শুরু হচ্ছে) বললেন, তখন আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, ‘আকামাহা-ল্লাহু ওয়া আদামাহা’ (আল্লাহ নামাজকে প্রতিষ্ঠিত ও চিরস্থায়ী করুন)। বাকি সব বাক্যের জবাবে ওমরের (রা.) বর্ণিত হাদিসে আজানের উত্তরে যেমন উল্লেখ রয়েছে তেমনই বললেন। (সুনানে আবু দাউদ)

এ হাদিসে হজরত ওমর ইবনে খাত্তাব (রা.) থেকে বর্ণিত আজানের বিস্তারিত জবাব সম্বলিত হাদিসটির কথা বলা হচ্ছে। ওমরের (রা.) বর্ণিত হাদিসটিতে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, কেউ যদি মুয়াজ্জিনের ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার’-এর জাওয়াবে ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার’ বলে, ‘আশহাদু আল্-লা ইলাহা ইল্লাল্লাহ’-এর জওয়াবে ‘আশহাদু আল্-লা ইলাহা ইল্লাল্লাহ’ বলে, ‘আশহাদু আন্না মুহাম্মাদার রাসুলুল্লাহ’-এর জওয়াবে ‘আশহাদু আন্না মুহাম্মাদার রাসুলুল্লাহ বলে, ‘হাইয়্যা আলাস্-সলাহ’-এর জওয়াবে ‘লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ’ বলে, ‘হাইয়্যা আলাল-ফালাহ’-এর জওয়াবে ‘লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ’ বলে, ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার’-এর জওয়াবে ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার’ এবং ‘লা-ইলাহা ইল্লল্লাহ’-এর জওয়াবে ‘লা-ইলাহা ইল্লল্লাহ’ বলে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। (সহিহ মুসলিম, সুনানে আবু দাউদ)

ইকামতে যা বলা হয়

ধারাবাহিকভাবে ইকামতের বাক্যসমূহ এবং সেগুলোর অর্থ এখানে উল্লেখ করা হলো:

আল্লাহু আকবার অর্থাৎ আল্লাহ মহান (৪ বার)

আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই (২ বার)

আশহাদু আন্না মোহাম্মাদার রাসুলুল্লাহ অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ (সা.) আল্লাহর রাসুল (২ বার)

হাইয়া আল্লাস সালাহ অর্থাৎ নামাজের দিকে আসুন (২ বার)

হাইয়া আলাল ফালাহ অর্থাৎ কল্যাণের দিকে আসুন (২ বার)

কাদ কামাতিস সালাহ অর্থাৎ নামাজ শুরু হচ্ছে (২ বার)

আল্লাহু আকবার অর্থাৎ আল্লাহ মহান (২ বার)

লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই (১ বার)

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com