নাক দিয়ে রক্ত বের হলে কি ওজু ভেঙে যাবে?

সংগৃহীত ছবি

 

ইসলাম ডেস্ক  : ইসলামে অজু কিছু অঙ্গ-প্রতঙ্গ ধৌত করার মাধ্যমে পবিত্রতা অর্জনের একটি উপায়। অজু ছাড়া নামাজ শুদ্ধ হয় না। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! যখন তোমরা নামাজে দাঁড়াতে চাও; তখন তোমাদের মুখমণ্ডল ধোও, আর উভয়হাত কনুই পর্যন্ত ধোও, মাথা মাসেহ কর এবং উভয় পা টাখনু পর্যন্ত ধোও।’ (সুরা মায়েদা: ৬)

 

রাসুল (সা.) বলেছেন, নামাজের চাবি হলো পবিত্রতা। (সুনানে তিরমিজি: ২৩৮)

আরেকটি বর্ণনায় এসেছে, নবিজি (সা.) বলেছেন, তোমাদের কারো যদি অজু ভেঙে যায়, তাহলে পুনরায় অজু করার আগ পর্যন্ত আল্লাহ তাআলা তার নামাজ কবুল করেন না। (সহিহ বুখারি: ৬৯৫৪, সহিহ মুসলিম: ২২৫)

 

অজু ভঙ্গের বেশ কিছু কারণ রয়েছে। যেমন পায়খানা ও পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, মুখ ভরে বমি করা, চিৎ হয়ে, কাত হয়ে বা হেলান দিয়ে ঘুমানো, পাগল, মাতাল বা অচেতন হওয়া ইত্যাদি।

শরীরের কোনো স্থান থেকে তরল রক্ত, পুঁজ, বা পানি বের হয়ে গড়িয়ে পড়াও অজু ভঙ্গের অন্যতম কারণ। শরীরের কোনো জায়গা থেকে যদি এক ফোঁটার চেয়ে বেশি তরল রক্ত বের হয় যেটা গড়িয়ে পড়ে বা না মুছে ফেললে গড়িয়ে পড়তো এই পরিমাণ হয়, তাহলে অজু ভেঙে যাবে। নাক থেকেও গড়িয়ে পড়া পরিমাণ তরল রক্ত বের হলে অজু ভেঙে যাবে।

 

হজরত আলী (রা.) বলেন, নামাজের মধ্যে কারো বায়ুজনিত সমস্যা হলে, নাক দিয়ে রক্ত বের হলে বা বমি হলে সে যেন নাকে হাত দিয়ে বের হয়ে গিয়ে অজু করে নেয়। এর মধ্যে যদি কথা বলে থাকে তাহলে নতুন করে নামাজ পড়বে, আর কথা না বলে থাকলে বাকি নামাজ পূর্ণ করবে। (মুসন্নাফ আব্দুর রাজ্জাক: ৩৬০৭)

 

নাফে (রহ.) বর্ণিত, হজরত আব্দুল্লাহ ইবনে ওমরের (রা.) যখন নাক দিয়ে রক্ত বের হতো, তখন তিনি নামাজ থেকে ফিরে গিয়ে অজু করতেন, তারপর ফিরে এসে বাকি নামাজ আদায় করতেন, এর মাঝে তিনি কথা বলতেন না। (মুয়াত্তা মালেক: ১১০)

তবে নাকসহ শরীরের যে কোনো জায়গা থেকে জমাট রক্ত বের হলে ওজু ভাঙবে না। নাক থেকে বের হওয়া শ্লেষ্মা বা মুখের থুথুর সাথে জমাট রক্ত দেখা গেলে অজু ভাঙবে না।

নাক দিয়ে রক্ত বের হলে কি ওজু ভেঙে যাবে?

এক নজরে অজু ভঙ্গের কারণসমূহ

১. পেশাব ও পায়খানার রাস্তা দিয়ে পেশাব, পায়খানা, বাতাস, ক্রিমি ইত্যাদিসহ যে কোনো কিছু বের হলে অজু ভেঙে যায়।

২. শরীরে যে কোনো জায়গা থেকে রক্ত বা পুঁজ বের হয়ে গড়িয়ে পড়লে অজু ভেঙে যায়।

৩. খাবার, পানি, রক্ত বা পিতের পানি মুখ ভরে বমি হলে অজু ভেঙে যাবে। অল্প অল্প করে কয়েক বার যদি বমি হয় এবং সবগুলোর মিলিত পরিমাণ যদি মুখ ভরে কৃত বমির সমান হয়, তাহলেও অজু ভেঙে যায়।

৪. দাঁত বা মাড়ি থেকে অল্প রক্ত বের হলে অজু ভাঙবে না। কিন্তু যদি বেশি রক্ত বের হয়, থুথু ফেললে যদি দেখা যায় থুথুর চেয়ে রক্তের পরিমাণ বেশি, তাহলে অজু ভেঙে যায়।

৫. যৌনাঙ্গ থেকে মযী (অর্থাৎ যৌন উত্তেজনার সময় বীর্য বের হওয়ার আগে সাধারণত যা নির্গত হয়) বের হলে অজু ভেঙে যায়।

৬. নারীদের যৌনাঙ্গ থেকে ইস্তেহাযার রক্ত বের হলে অজু ভেঙে যায়। (হায়েয নেফাস ছাড়া কোনো অসুস্থতার কারণে নারীদের যৌনাঙ্গ থেকে রক্ত বের হলে তাকে ইস্তেহাযা বলা হয়।)

৭. নারীদের স্তন থেকে দুধ ছাড়া অন্য কিছু যেমন রক্ত, পূজ বা শরীরের রস বের হলে অজু ভেঙে যায়।

 

৮. নারীরা নিজেদের যৌনাঙ্গে আঙুল প্রবেশ করালে অজু ভেঙে যায়।

 

৯. পেছনের রাস্তা দিয়ে বাতাস বের হতে পারে এমনভাবে ঘুমালে, কিছুক্ষণ বেহুশ থাকলে বা উন্মাদ থাকলে অজু ভেঙে যায়।

১০. নামাযের মধ্যে অট্টহাসি হাসলে অজু ভেঙে যায়।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আন্দোলন কারো জন্যই কল্যাণ বয়ে আনবে না : রিজভী

» হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন নুরুল হক নুর

» দোহায় তৌহিদ হোসেন-ইসহাক দার বৈঠক

» বাণিজ্য সম্পর্ক আরও জোরদার, যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত ঢাকা

» যমুনা অভিমুখে প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

» জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা করা হবে: আসিফ মাহমুদ

» নবীর আদর্শ মনে প্রাণে ধারণ করে জীবন গঠন হবে ….. জেলা প্রশাসক নরসিংদী 

» ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের উত্তরা ক্যাম্পাসে ইয়াং লার্নার ইংলিশ লার্নিং সেন্টার-এর নতুন শাখা চালু করল ব্রিটিশ কাউন্সিল

» ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর অধীনে ব্র্যাক ব্যাংকের দেশব্যাপী আর্থিক সাক্ষরতা প্রোগ্রাম আয়োজন

» নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে মাদক কারবারি স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৩

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নাক দিয়ে রক্ত বের হলে কি ওজু ভেঙে যাবে?

সংগৃহীত ছবি

 

ইসলাম ডেস্ক  : ইসলামে অজু কিছু অঙ্গ-প্রতঙ্গ ধৌত করার মাধ্যমে পবিত্রতা অর্জনের একটি উপায়। অজু ছাড়া নামাজ শুদ্ধ হয় না। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! যখন তোমরা নামাজে দাঁড়াতে চাও; তখন তোমাদের মুখমণ্ডল ধোও, আর উভয়হাত কনুই পর্যন্ত ধোও, মাথা মাসেহ কর এবং উভয় পা টাখনু পর্যন্ত ধোও।’ (সুরা মায়েদা: ৬)

 

রাসুল (সা.) বলেছেন, নামাজের চাবি হলো পবিত্রতা। (সুনানে তিরমিজি: ২৩৮)

আরেকটি বর্ণনায় এসেছে, নবিজি (সা.) বলেছেন, তোমাদের কারো যদি অজু ভেঙে যায়, তাহলে পুনরায় অজু করার আগ পর্যন্ত আল্লাহ তাআলা তার নামাজ কবুল করেন না। (সহিহ বুখারি: ৬৯৫৪, সহিহ মুসলিম: ২২৫)

 

অজু ভঙ্গের বেশ কিছু কারণ রয়েছে। যেমন পায়খানা ও পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, মুখ ভরে বমি করা, চিৎ হয়ে, কাত হয়ে বা হেলান দিয়ে ঘুমানো, পাগল, মাতাল বা অচেতন হওয়া ইত্যাদি।

শরীরের কোনো স্থান থেকে তরল রক্ত, পুঁজ, বা পানি বের হয়ে গড়িয়ে পড়াও অজু ভঙ্গের অন্যতম কারণ। শরীরের কোনো জায়গা থেকে যদি এক ফোঁটার চেয়ে বেশি তরল রক্ত বের হয় যেটা গড়িয়ে পড়ে বা না মুছে ফেললে গড়িয়ে পড়তো এই পরিমাণ হয়, তাহলে অজু ভেঙে যাবে। নাক থেকেও গড়িয়ে পড়া পরিমাণ তরল রক্ত বের হলে অজু ভেঙে যাবে।

 

হজরত আলী (রা.) বলেন, নামাজের মধ্যে কারো বায়ুজনিত সমস্যা হলে, নাক দিয়ে রক্ত বের হলে বা বমি হলে সে যেন নাকে হাত দিয়ে বের হয়ে গিয়ে অজু করে নেয়। এর মধ্যে যদি কথা বলে থাকে তাহলে নতুন করে নামাজ পড়বে, আর কথা না বলে থাকলে বাকি নামাজ পূর্ণ করবে। (মুসন্নাফ আব্দুর রাজ্জাক: ৩৬০৭)

 

নাফে (রহ.) বর্ণিত, হজরত আব্দুল্লাহ ইবনে ওমরের (রা.) যখন নাক দিয়ে রক্ত বের হতো, তখন তিনি নামাজ থেকে ফিরে গিয়ে অজু করতেন, তারপর ফিরে এসে বাকি নামাজ আদায় করতেন, এর মাঝে তিনি কথা বলতেন না। (মুয়াত্তা মালেক: ১১০)

তবে নাকসহ শরীরের যে কোনো জায়গা থেকে জমাট রক্ত বের হলে ওজু ভাঙবে না। নাক থেকে বের হওয়া শ্লেষ্মা বা মুখের থুথুর সাথে জমাট রক্ত দেখা গেলে অজু ভাঙবে না।

নাক দিয়ে রক্ত বের হলে কি ওজু ভেঙে যাবে?

এক নজরে অজু ভঙ্গের কারণসমূহ

১. পেশাব ও পায়খানার রাস্তা দিয়ে পেশাব, পায়খানা, বাতাস, ক্রিমি ইত্যাদিসহ যে কোনো কিছু বের হলে অজু ভেঙে যায়।

২. শরীরে যে কোনো জায়গা থেকে রক্ত বা পুঁজ বের হয়ে গড়িয়ে পড়লে অজু ভেঙে যায়।

৩. খাবার, পানি, রক্ত বা পিতের পানি মুখ ভরে বমি হলে অজু ভেঙে যাবে। অল্প অল্প করে কয়েক বার যদি বমি হয় এবং সবগুলোর মিলিত পরিমাণ যদি মুখ ভরে কৃত বমির সমান হয়, তাহলেও অজু ভেঙে যায়।

৪. দাঁত বা মাড়ি থেকে অল্প রক্ত বের হলে অজু ভাঙবে না। কিন্তু যদি বেশি রক্ত বের হয়, থুথু ফেললে যদি দেখা যায় থুথুর চেয়ে রক্তের পরিমাণ বেশি, তাহলে অজু ভেঙে যায়।

৫. যৌনাঙ্গ থেকে মযী (অর্থাৎ যৌন উত্তেজনার সময় বীর্য বের হওয়ার আগে সাধারণত যা নির্গত হয়) বের হলে অজু ভেঙে যায়।

৬. নারীদের যৌনাঙ্গ থেকে ইস্তেহাযার রক্ত বের হলে অজু ভেঙে যায়। (হায়েয নেফাস ছাড়া কোনো অসুস্থতার কারণে নারীদের যৌনাঙ্গ থেকে রক্ত বের হলে তাকে ইস্তেহাযা বলা হয়।)

৭. নারীদের স্তন থেকে দুধ ছাড়া অন্য কিছু যেমন রক্ত, পূজ বা শরীরের রস বের হলে অজু ভেঙে যায়।

 

৮. নারীরা নিজেদের যৌনাঙ্গে আঙুল প্রবেশ করালে অজু ভেঙে যায়।

 

৯. পেছনের রাস্তা দিয়ে বাতাস বের হতে পারে এমনভাবে ঘুমালে, কিছুক্ষণ বেহুশ থাকলে বা উন্মাদ থাকলে অজু ভেঙে যায়।

১০. নামাযের মধ্যে অট্টহাসি হাসলে অজু ভেঙে যায়।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com