আইপিএল’র উদ্বোধনী ম্যাচেই জয় পেল কলকাতা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী ম্যাচেই রবীন্দ্র জাদেজার চেন্নাই সুপার কিংসকে (সিএসকে) অনায়াসে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। শনিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ১৩১ রানের সংগ্রহ পায় চেন্নাই। জবাবে ৯ বল বাকি থাকতে ৬ উইকেটের জয় পায় নাইটরা।

 

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি চেন্নাইয়ের। তৃতীয় বলেই বিদায় নেন ওপেনার রিতুরাজ গাইকোয়াড। আরেক ওপেনার ডেভন কনওয়েও বেশিক্ষণ থিতু হতে পারেননি। দলীয় ২৮ রানে ব্যক্তিগত ৩ রান করে বিদায় নেন তিনি

 

তবে ব্যাট করতে নেমে মহেন্দ্র সিং ধোনি ধরা দিলেন চিরচেনা রূপে। মাত্র ৩৮ বলে তুলে নিলেন মৌসুমের প্রথম অর্ধশতরান। কঠিন পরিস্থিতি থেকে সিএসকে-কে ধোনিই পৌঁছে দেন সম্মানজনক জায়গায়। ৪০ বছর বয়সি ধনী যখন ব্যাট হাতে মাঠে নামলেন, তখন চেন্নাই সুপার কিংসের রীতিমতো শোচনীয় অবস্থা। ১০ ওভারে মাত্র ৬১ রানে পড়ে গিয়েছে ৫টি উইকেট।

তবে চাপের মুহূর্তে নেমে শুরুটা ভালো হয়নি ধোনিরও। ১৭ নম্বর ওভার থেকে খেলার মোড় ঘোরান বিশ্বের অন্যতম সেরা ফিনিশার। সঙ্গে ছিলেন জাদেজা। শেষ ৩ ওভারে ৪৭ রান তোলে চেন্নাই। সিএসকের ইনিংস শেষ হয় ৫ উইকেটে ১৩১ রানে। আর ধোনি শেষ করেন ৩৮ বলে ৫০ রানে। জাদেজা ২৮ বলে ২৬ রান করেন।

 

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে কেকেআর। প্রথম ৬ ওভারে বিনা উইকেটে ৪৩ রান তুলে ফেলেন অজিঙ্কা রাহানে এবং ভেঙ্কটেশ আইয়ার। আইয়ারের ইউকেটের পতনের পর ১৭ বলে ২১ রানের ক্যামিও খেলেন নীতীশ রানা। তার উইকেটের পর অবশ্য কিছুটা কমে যায় রান রেট। রাহানে ভাল খেললেও অন্যদিকে খানিকটা চাপ তৈরির চেষ্টা করে জাদেজার চেন্নাই। ৩৪ বলে ৪৪ রান করে রাহানে আউট হওয়ার পর সেই চাপ আরও বাড়ে। তবে শেষ পর্যন্ত অধিনায়ক শ্রেয়স আইয়ার (২০) এবং স্যাম বিলিংস (২৫) সহজেই কেকেআরকে জয় এনে দেন।

 

চেন্নাইয়ের হয়ে একাই ৩ উইকেট শিকার করেন ব্রাভো। বাকি উইকেটটি পান স্যান্টনার। তবে কলকাতার হয়ে ৪ ওভারে ২০ রান খরচায় জোড়া উইকেট শিকার করে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন উমেশ যাদব। একটি করে উইকেট পান বরুণ চক্রবর্তী ও আন্দ্রে রাসেল।  সূএ:বাংলাদেশ প্রতিদিন

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» পলিথিন ব্যাগের বিষয়ে আর কোনো ছাড় নয় : উপদেষ্টা রিজওয়ানা হাসান

» ডাকসুর জিএস প্রার্থী ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি মঙ্গলবার

» যত দিন জাতীয় পার্টি নিষিদ্ধ হবে না, তত দিন তার কর্মকাণ্ড চলবে : জাহেদ উর রহমান

» আওয়ামী লীগের পর এবার কি জাতীয় পার্টিও নিষিদ্ধের পথে ?

» ১৬ বছর ধরে যে একটা রুমে বসে চলছে তারেক রহমানের রাজনীতি

» আওয়ামী লীগ সরকারের পতনের পরও মধুমতি ব্যাংকে শক্ত অবস্থানে শেখ পরিবার

» নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি, বিদেশে চিকিৎসার আশ্বাস

» এক সপ্তাহের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন নুর: ঢামেক পরিচালক

» এবার নির্বাচন করছি আমি: তামিম ইকবাল

» সরকার-সেনাবাহিনী নিয়ে অতিকথন নির্বাচন ভণ্ডুলের অপচেষ্টা?

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আইপিএল’র উদ্বোধনী ম্যাচেই জয় পেল কলকাতা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী ম্যাচেই রবীন্দ্র জাদেজার চেন্নাই সুপার কিংসকে (সিএসকে) অনায়াসে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। শনিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ১৩১ রানের সংগ্রহ পায় চেন্নাই। জবাবে ৯ বল বাকি থাকতে ৬ উইকেটের জয় পায় নাইটরা।

 

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি চেন্নাইয়ের। তৃতীয় বলেই বিদায় নেন ওপেনার রিতুরাজ গাইকোয়াড। আরেক ওপেনার ডেভন কনওয়েও বেশিক্ষণ থিতু হতে পারেননি। দলীয় ২৮ রানে ব্যক্তিগত ৩ রান করে বিদায় নেন তিনি

 

তবে ব্যাট করতে নেমে মহেন্দ্র সিং ধোনি ধরা দিলেন চিরচেনা রূপে। মাত্র ৩৮ বলে তুলে নিলেন মৌসুমের প্রথম অর্ধশতরান। কঠিন পরিস্থিতি থেকে সিএসকে-কে ধোনিই পৌঁছে দেন সম্মানজনক জায়গায়। ৪০ বছর বয়সি ধনী যখন ব্যাট হাতে মাঠে নামলেন, তখন চেন্নাই সুপার কিংসের রীতিমতো শোচনীয় অবস্থা। ১০ ওভারে মাত্র ৬১ রানে পড়ে গিয়েছে ৫টি উইকেট।

তবে চাপের মুহূর্তে নেমে শুরুটা ভালো হয়নি ধোনিরও। ১৭ নম্বর ওভার থেকে খেলার মোড় ঘোরান বিশ্বের অন্যতম সেরা ফিনিশার। সঙ্গে ছিলেন জাদেজা। শেষ ৩ ওভারে ৪৭ রান তোলে চেন্নাই। সিএসকের ইনিংস শেষ হয় ৫ উইকেটে ১৩১ রানে। আর ধোনি শেষ করেন ৩৮ বলে ৫০ রানে। জাদেজা ২৮ বলে ২৬ রান করেন।

 

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে কেকেআর। প্রথম ৬ ওভারে বিনা উইকেটে ৪৩ রান তুলে ফেলেন অজিঙ্কা রাহানে এবং ভেঙ্কটেশ আইয়ার। আইয়ারের ইউকেটের পতনের পর ১৭ বলে ২১ রানের ক্যামিও খেলেন নীতীশ রানা। তার উইকেটের পর অবশ্য কিছুটা কমে যায় রান রেট। রাহানে ভাল খেললেও অন্যদিকে খানিকটা চাপ তৈরির চেষ্টা করে জাদেজার চেন্নাই। ৩৪ বলে ৪৪ রান করে রাহানে আউট হওয়ার পর সেই চাপ আরও বাড়ে। তবে শেষ পর্যন্ত অধিনায়ক শ্রেয়স আইয়ার (২০) এবং স্যাম বিলিংস (২৫) সহজেই কেকেআরকে জয় এনে দেন।

 

চেন্নাইয়ের হয়ে একাই ৩ উইকেট শিকার করেন ব্রাভো। বাকি উইকেটটি পান স্যান্টনার। তবে কলকাতার হয়ে ৪ ওভারে ২০ রান খরচায় জোড়া উইকেট শিকার করে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন উমেশ যাদব। একটি করে উইকেট পান বরুণ চক্রবর্তী ও আন্দ্রে রাসেল।  সূএ:বাংলাদেশ প্রতিদিন

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com