ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : শাহরুখ খানের পরবর্তী ছবি ‘কিং’ নিয়ে উত্তেজনা জারি অনুরাগীদের মধ্যে। ছবিতে তাকে কোন রূপে দেখা যাবে, তা নিয়ে বহু দিন ধরেই কৌতূহলে রয়েছেন অনুরাগীরা। এর মধ্যেই ফাঁস হয়ে গেল সেই ছবিতে শাহরুখের ‘লুক’। মাথা ভর্তি ধূসর চুল। ‘স্পাইক’ ধাঁচের ছাঁট। সাদা টি-শার্ট। এমনই একটি ছবি ‘রেডিট’-এ ছড়িয়ে পড়েছে।
অনুরাগীদের অনুমান, ‘কিং’ ছবিতে এই বেশেই দেখা যাবে শাহরুখকে। তবে ছবিটি বেশ দূরত্ব বজায় রেখে তুলেছেন ছবিশিকারি। তাই শাহরুখের এই ‘লুক’ নিয়ে রয়ে গিয়েছে ধোঁয়াশা। তবে যেটুকু দেখা যাচ্ছে, তাতেই মুগ্ধ শাহরুখ-ভক্তেরা।
‘কিং’ ছবির শুটিং করতে গিয়ে গুরুতর চোট পান শাহরুখ। তার পরেই হাতে হয়েছে বড় রকমের অস্ত্রোপচার। হাতে আর্ম স্লিং নিয়েই পুত্র আরিয়ান খানের আসন্ন সিরিজের বিশেষ অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিলেন শাহরুখ। সেখানে গিয়ে তিনি বলেছিলেন, “একটু বড় রকমের অস্ত্রোপচারই হয়েছে। সেরে উঠতে এক-দুই মাস সময় লাগবে।”
রসবোধের জন্যও ভক্তদের পছন্দ শাহরুখকে। তাই সেই দিনও রসিকতা করেই বাদশা বলেছিলেন, “এমনিতে আমি অধিকাংশ কাজ তো এক হাতেই করি। এক হাতেই খাই। এক হাতেই দাঁত মাজি। আবার মাথার পেছনে চুলকোলে, এক হাতেই সেটা মিটিয়ে নিই।”
২০২৩-এও অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ ছবিতে একটি প্রবীণ চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখকে। ছবিতে দ্বৈত চরিত্র ছিল তাঁর। প্রবীণ চরিত্রের বেশেও মুগ্ধ হয়েছিল দর্শক। বক্স অফিসে ঝড় তুলেছিল সেই ছবি। ‘কিং’ ছবিতে শাহরুখ-কন্যা সুহানা খানকেও দেখা যাবে। সূত্র: আনন্দবাজার