‘দুই বাচ্চার মা’ মন্তব্যে ক্ষুব্ধ শুভশ্রী, পাল্টা জবাব দেবকে

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী দীর্ঘ ১০ বছর পর আবারও বড় পর্দায় ফিরেছিলেন বহুল আলোচিত সিনেমা ‘ধূমকেতু’র মাধ্যমে। ১৪ আগস্ট মুক্তির পর থেকে ছবিটি টালিউডে একের পর এক রেকর্ড গড়ছে।

 

তবে সিনেমার সাফল্যের আনন্দের মাঝেই বিতর্ক ছড়িয়েছে দেবের একটি মন্তব্য ঘিরে। এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, যদি ‘ধূমকেতু’ ২০২৫ সালে নির্মিত হতো তবে তিনি শুভশ্রীকে নায়িকা হিসেবে নিতেন কি না? উত্তরে দেব বলেন, শুভশ্রী ইতোমধ্যেই “দুই বাচ্চার মা”, ফলে তাঁর মুখের ইনোসেন্স বা সারল্য নষ্ট হয়ে গেছে। তাই নায়িকা হিসেবে নয়, বরং কোনো পার্শ্ব চরিত্রে নিলেও নিতে পারতেন।

 

নায়কের এমন মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন শুভশ্রী গাঙ্গুলী। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “কী বলি? একটা সেন্সেবল মানুষ কীভাবে এ ধরনের কথা বলে? আমার পার্শ্ব চরিত্র করতে কোনো সমস্যা নেই। আমি মা হয়েছি, সন্তান করেছি—আমার কাছে চরিত্রটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু ২০২৫ সালে দাঁড়িয়ে এরকম অসম্মানসূচক মন্তব্য, যেখানে তুমি আমার সঙ্গে ছবির প্রচার করছ, সেটা কিভাবে সম্ভব?”

 

এমন প্রশ্নে শুভশ্রীর উত্তরে প্রকাশ পেয়েছে আক্ষেপও। সাংবাদিকরা তাঁকে জিজ্ঞেস করেন, ভবিষ্যতে কি আবার দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখা যাবে? উত্তরে নায়িকা খানিকটা কড়া সুরেই বলেন, “বাবা, আমি এসব জানি না। মা হয়ে গেছি, মুখে সারল্য নেই।”

 

প্রসঙ্গত, দেব-শুভশ্রী একসময় শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও ছিলেন অন্যতম আলোচিত জুটি। তাঁদের প্রেমের সম্পর্ক ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। কিন্তু মতের অমিল থাকায় বিচ্ছেদ ঘটে। তবু বিচ্ছেদের পরও তাঁরা একসঙ্গে কাজ করেন ‘ধূমকেতু’তে, যা এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ব্র্যাক ব্যাংক, বিডিডিএন জব ফেয়ারে ৪৬ প্রতিবন্ধীব্যক্তির কর্মসংস্থান

» চোরদের হাতে নয়, দেশের চাবি তুলে দিতে চাই সৎ চৌকিদারদের হাতে : ডা. শফিকুর

» অতীতের ইতিহাসের জন্য জনগণের কাছে ক্ষমা চান : জামায়াতকে ফারুক

» অন্তর্বর্তী সরকার শ্রমিকবান্ধব না হলে আর কে হবে: উপ-প্রেস সচিব

» ফোনে যেসব নম্বর থেকে কল পেলেই বুঝবেন জিমেইল হ্যাকের চেষ্টা চলছে

» ‘নির্বাচনে দায়িত্ব পালনে দেড় লাখ পুলিশকে দেয়া হবে বিশেষ প্রশিক্ষণ’

» মেসিদের সঙ্গে লাতিন অঞ্চলে আরও যাদের বিশ্বকাপের টিকিট নিশ্চিত

» নারীসহ তিন মাদক কারবারি গ্রেফতার

» পাঁচ মামলার আসামি গ্রেফতার

» শাহরুখের ‘কিং’ ছবির লুক ফাঁস

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘দুই বাচ্চার মা’ মন্তব্যে ক্ষুব্ধ শুভশ্রী, পাল্টা জবাব দেবকে

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী দীর্ঘ ১০ বছর পর আবারও বড় পর্দায় ফিরেছিলেন বহুল আলোচিত সিনেমা ‘ধূমকেতু’র মাধ্যমে। ১৪ আগস্ট মুক্তির পর থেকে ছবিটি টালিউডে একের পর এক রেকর্ড গড়ছে।

 

তবে সিনেমার সাফল্যের আনন্দের মাঝেই বিতর্ক ছড়িয়েছে দেবের একটি মন্তব্য ঘিরে। এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, যদি ‘ধূমকেতু’ ২০২৫ সালে নির্মিত হতো তবে তিনি শুভশ্রীকে নায়িকা হিসেবে নিতেন কি না? উত্তরে দেব বলেন, শুভশ্রী ইতোমধ্যেই “দুই বাচ্চার মা”, ফলে তাঁর মুখের ইনোসেন্স বা সারল্য নষ্ট হয়ে গেছে। তাই নায়িকা হিসেবে নয়, বরং কোনো পার্শ্ব চরিত্রে নিলেও নিতে পারতেন।

 

নায়কের এমন মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন শুভশ্রী গাঙ্গুলী। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “কী বলি? একটা সেন্সেবল মানুষ কীভাবে এ ধরনের কথা বলে? আমার পার্শ্ব চরিত্র করতে কোনো সমস্যা নেই। আমি মা হয়েছি, সন্তান করেছি—আমার কাছে চরিত্রটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু ২০২৫ সালে দাঁড়িয়ে এরকম অসম্মানসূচক মন্তব্য, যেখানে তুমি আমার সঙ্গে ছবির প্রচার করছ, সেটা কিভাবে সম্ভব?”

 

এমন প্রশ্নে শুভশ্রীর উত্তরে প্রকাশ পেয়েছে আক্ষেপও। সাংবাদিকরা তাঁকে জিজ্ঞেস করেন, ভবিষ্যতে কি আবার দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখা যাবে? উত্তরে নায়িকা খানিকটা কড়া সুরেই বলেন, “বাবা, আমি এসব জানি না। মা হয়ে গেছি, মুখে সারল্য নেই।”

 

প্রসঙ্গত, দেব-শুভশ্রী একসময় শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও ছিলেন অন্যতম আলোচিত জুটি। তাঁদের প্রেমের সম্পর্ক ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। কিন্তু মতের অমিল থাকায় বিচ্ছেদ ঘটে। তবু বিচ্ছেদের পরও তাঁরা একসঙ্গে কাজ করেন ‘ধূমকেতু’তে, যা এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com