টাইগার শ্রফের ‘বাগি-৪’-এ সেন্সরের কাঁচি

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : টাইগার শ্রফের ‘বাগি-৪’ ছবি থেকে বাদ পড়ল বহু দৃশ্য। সিবিএফসি (সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন) বা সেন্সর বোর্ড থেকে সম্প্রতি অনুমোদন পেয়েছে এই ছবি। তবে তার আগে বেশ কিছু দৃশ্যে কাঁচি চালিয়েছে সিবিএফসি। তার মধ্যে নগ্ন দৃশ্য থেকে শুরু করে হিংসার দৃশ্য রয়েছে একাধিক।

 

জানা যাচ্ছে,  সিবিএফসি-র তরফ থেকে ‘এ’ (প্রাপ্তবয়স্ক) প্রশংসাপত্র পেয়েছে এই ছবি। তার আগে ২৩টি দৃশ্য বাদ দেওয়া হয়েছে। ছবির অডিওতেও বেশ কিছু বদল আনা হয়েছে সিবিএফসি-র নির্দেশে। ছবিতে বহু দৃশ্যে রক্তারক্তি ও খুনোখুনি অধিক মাত্রায় ছিল বলে জানা যাচ্ছে। এই দৃশ্যগুলিতে আপত্তি জানায় সেন্সর বোর্ড।

এ ছাড়াও একটি দৃশ্যে সামনে থেকে নগ্নতা দেখানো হয়েছে। সেই দৃশ্যে বদল আনা হয়েছে। আর একটি দৃশ্যে এক চরিত্রকে কফিন বাক্সের উপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই দৃশ্যটি সম্পূর্ণ ভাবে মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়। আর একটি দৃশ্যে দেখানো হয়েছিল, পুজোর প্রদীপ থেকে একজন সিগারেট জ্বালাচ্ছেন। সেটিও বাদ দিতে বলা হয়েছে।

 

যিশু খ্রিস্টের মূর্তির উপর ছুরি চালানোর একটি দৃশ্যও বাদ দেওয়া হয়েছে ছবি থেকে। বেশ কিছু সংলাপের উপরেও চলেছে কাঁচি। একটি সংলাপ ছিল, “ভাই তোর কন্ডোমের মধ্যেই থেকে যাওয়া উচিত ছিল।” এখানে ‘কন্ডোম’ শব্দটি মুছে দেওয়া হয়েছে। এমন ২৩টি বদল আনার পরেই মিলেছে ছাড়পত্র।

 

‘বাগি-৪’-এর কয়েকটি গান ইতিমধ্যেই সাড়া ফেলেছে। তার মধ্যে ‘হুসন’ গানটিতে হরনাজ় সন্ধুর নাচ নজর কেড়েছে। অনেকে এই গানের সঙ্গে দীপিকা পাড়ুকোনের ‘বেশরম রং’-এর তুলনা টেনেছেন। ‘বাগি-৪’ ছবিতে টাইগার ও হরনাজ় ছাড়াও অভিনয় করেছেন সোনম বাজওয়া, সঞ্জয় দত্ত। ৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি। সূত্র: আনন্দবাজার

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» চোরদের হাতে নয়, দেশের চাবি তুলে দিতে চাই সৎ চৌকিদারদের হাতে : ডা. শফিকুর

» অতীতের ইতিহাসের জন্য জনগণের কাছে ক্ষমা চান : জামায়াতকে ফারুক

» অন্তর্বর্তী সরকার শ্রমিকবান্ধব না হলে আর কে হবে: উপ-প্রেস সচিব

» ফোনে যেসব নম্বর থেকে কল পেলেই বুঝবেন জিমেইল হ্যাকের চেষ্টা চলছে

» ‘নির্বাচনে দায়িত্ব পালনে দেড় লাখ পুলিশকে দেয়া হবে বিশেষ প্রশিক্ষণ’

» মেসিদের সঙ্গে লাতিন অঞ্চলে আরও যাদের বিশ্বকাপের টিকিট নিশ্চিত

» নারীসহ তিন মাদক কারবারি গ্রেফতার

» পাঁচ মামলার আসামি গ্রেফতার

» শাহরুখের ‘কিং’ ছবির লুক ফাঁস

» হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে সেনাবাহিনীর পরিকল্পনা নিয়ে আলোচনা করবে লেবানন

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

টাইগার শ্রফের ‘বাগি-৪’-এ সেন্সরের কাঁচি

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : টাইগার শ্রফের ‘বাগি-৪’ ছবি থেকে বাদ পড়ল বহু দৃশ্য। সিবিএফসি (সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন) বা সেন্সর বোর্ড থেকে সম্প্রতি অনুমোদন পেয়েছে এই ছবি। তবে তার আগে বেশ কিছু দৃশ্যে কাঁচি চালিয়েছে সিবিএফসি। তার মধ্যে নগ্ন দৃশ্য থেকে শুরু করে হিংসার দৃশ্য রয়েছে একাধিক।

 

জানা যাচ্ছে,  সিবিএফসি-র তরফ থেকে ‘এ’ (প্রাপ্তবয়স্ক) প্রশংসাপত্র পেয়েছে এই ছবি। তার আগে ২৩টি দৃশ্য বাদ দেওয়া হয়েছে। ছবির অডিওতেও বেশ কিছু বদল আনা হয়েছে সিবিএফসি-র নির্দেশে। ছবিতে বহু দৃশ্যে রক্তারক্তি ও খুনোখুনি অধিক মাত্রায় ছিল বলে জানা যাচ্ছে। এই দৃশ্যগুলিতে আপত্তি জানায় সেন্সর বোর্ড।

এ ছাড়াও একটি দৃশ্যে সামনে থেকে নগ্নতা দেখানো হয়েছে। সেই দৃশ্যে বদল আনা হয়েছে। আর একটি দৃশ্যে এক চরিত্রকে কফিন বাক্সের উপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই দৃশ্যটি সম্পূর্ণ ভাবে মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়। আর একটি দৃশ্যে দেখানো হয়েছিল, পুজোর প্রদীপ থেকে একজন সিগারেট জ্বালাচ্ছেন। সেটিও বাদ দিতে বলা হয়েছে।

 

যিশু খ্রিস্টের মূর্তির উপর ছুরি চালানোর একটি দৃশ্যও বাদ দেওয়া হয়েছে ছবি থেকে। বেশ কিছু সংলাপের উপরেও চলেছে কাঁচি। একটি সংলাপ ছিল, “ভাই তোর কন্ডোমের মধ্যেই থেকে যাওয়া উচিত ছিল।” এখানে ‘কন্ডোম’ শব্দটি মুছে দেওয়া হয়েছে। এমন ২৩টি বদল আনার পরেই মিলেছে ছাড়পত্র।

 

‘বাগি-৪’-এর কয়েকটি গান ইতিমধ্যেই সাড়া ফেলেছে। তার মধ্যে ‘হুসন’ গানটিতে হরনাজ় সন্ধুর নাচ নজর কেড়েছে। অনেকে এই গানের সঙ্গে দীপিকা পাড়ুকোনের ‘বেশরম রং’-এর তুলনা টেনেছেন। ‘বাগি-৪’ ছবিতে টাইগার ও হরনাজ় ছাড়াও অভিনয় করেছেন সোনম বাজওয়া, সঞ্জয় দত্ত। ৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি। সূত্র: আনন্দবাজার

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com