ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ৩০ মে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে দায়িত্ব নিয়েছেন একজন ভিন্নধারার নাম আমিনুল ইসলাম বুলবুল। আইসিসির চাকরি ফেলে এসেছেন দেশের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিতে। দায়িত্ব নিতে এসেই বলেছিলেন, ‘আমি এসেছি টি-টোয়েন্টি খেলতে।’ তিন মাস পেরিয়ে গেছে, সেই টি-টোয়েন্টি ইনিংস এখন যেন রূপ নিচ্ছে ধৈর্যশীল এক টেস্ট ম্যাচে। আর সেই ম্যাচে তিনি খেলতে চান লম্বা ইনিংস।
রোববার নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সামনে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন বুলবুল, ‘আমি কখনোই নির্বাচন করব না। রসদ নেই। ফ্রি-তেই এসেছি। তবে যদি সুযোগ থাকে, দায়িত্বে থাকতে চাই।
জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আসা এই সভাপতি দায়িত্বে থাকবেন কি না, সেটা নির্ভর করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর। তবে বুলবুল এখনই ইঙ্গিত দিচ্ছেন, তিনি প্রস্তুত আছেন লম্বা ইনিংস খেলার জন্য।
গুঞ্জন উঠেছে, বিসিবির নির্বাচনের সময় ঘিরে তৈরি হতে পারে অনিশ্চয়তা। তবে বুলবুল জানালেন, নির্বাচন হবে সময়মতোই। ‘যারা আন্তর্জাতিকভাবে চিন্তা করছেন, তাঁদের বলব চিন্তার কিছু নেই। আমাদের ফোকাস এখন ক্রিকেট। নির্বাচন সময়মতোই হবে।
চেয়ার নেওয়ার প্রথম দিনেই কঠোর পরিশ্রমের দৃষ্টান্ত স্থাপন করেন বুলবুল। ‘রাত ১২টায় বাসায় গিয়ে ছয়টায় আবার বসে কাজ শুরু করি। সারারাতে পরিকল্পনার চার্ট তৈরি করে ফেলি। পরদিন বোর্ড মিটিংয়ে সেটা উপস্থাপন করি। সবাই একমত হয়। এখন সেটির কাজই এগিয়ে চলেছে।
নারায়ণগঞ্জের অনুষ্ঠানে এক আবেগঘন মুহূর্তের কথা তুলে ধরেন বুলবুল, ‘একটা আট বছরের বাচ্চা পর্যন্ত এখানে এসেছে ক্রিকেট খেলতে। আমার কাজই হলো, এমন প্রতিটা বাচ্চার জন্য ক্রিকেটের পথটা মসৃণ করে দেওয়া।
আমিনুল ইসলাম বুলবুল, দেশের ক্রিকেট ইতিহাসের এক সূচনালগ্নের নাম। আজ সেই মানুষটি নিজেকে বলছেন একজন সেবক হিসেবে, ‘এই দায়িত্ব আমি নিয়েছি দেশের জন্য। যদি বিসিবি মনে করে আমি আরও কিছু করতে পারি, তবে যে কোনো প্রক্রিয়াতেই হোক, আমি প্রস্তুত।’