ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিয়ের আয়োজন করছেন রোনালদো-জর্জিনা?

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  নয় বছরের অপেক্ষার অবসান ঘটালেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজ। সম্প্রতি তারা নিজেদের এনগেজমেন্টের খবর প্রকাশ করেছেন ইনস্টাগ্রামে। আংটি দেখেই বোঝা যায়, এই সম্পর্কের আনুষ্ঠানিক পরিণতি হতে যাচ্ছে রাজকীয়।

 

জর্জিনার হাতে যে হীরের আংটি জ্বলজ্বল করছে, সেটি নাকি ১৫ থেকে ২০ ক্যারেট ওজনের। বিশেষজ্ঞদের মতে, এর দামই ‘সহজে’ ১৫ লাখ পাউন্ডের ওপরে! আর যদি আংটির দিকে তাকিয়েই বিচার করা যায়, তবে তাদের আসন্ন বিয়ে হতে যাচ্ছে সত্যিকারের এক মিলিয়ন-ডলার ইভেন্ট।

 

ব্র্যান্ড বিশেষজ্ঞ ডিলান ডেভি জানিয়েছেন, রোনালদো–জর্জিনা হয়তো বিয়ের জন্য ব্যয় করবেন ১০ মিলিয়ন পাউন্ডেরও বেশি। তার ভাষায়, “যখন আংটির দামই দেড় মিলিয়নের বেশি, তখন অনুমান করা যায় বিয়ের বাজেট কতটা হতে পারে। গন্তব্য ভেন্যু, কৌচার পোশাক, বিশ্বমানের শিল্পীর পারফরম্যান্স, ভিআইপি অতিথিদের যাতায়াত আর নিরাপত্তা—সব মিলিয়ে এটি হতে পারে যুগের সবচেয়ে আলোচিত বিয়ে।”

 

এই বিয়ের অতিথি তালিকাও যে কম চমকপ্রদ হবে না, তা বলাই যায়। ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি থেকে শুরু করে ডেভিড বেকহ্যাম, রাফায়েল নাদাল কিংবা অ্যান্থনি জোশুয়ার মতো তারকারা থাকতে পারেন ভিআইপি সারিতে।

 

বিশেষজ্ঞরা মনে করছেন, এ আয়োজন শুধু রোনালদো ও জর্জিনার ব্যক্তিগত উদ্‌যাপন নয় বরং তাদের ব্র্যান্ড পরিচয়কেও নতুন উচ্চতায় নিয়ে যাবে। যেমনটা ঘটেছিল ডেভিড–ভিক্টোরিয়া বেকহ্যামের বিয়ের পর।

 

রোনালদো এতদিন ছিলেন ‘ব্যাচেলর ব্র্যান্ড’—একক ক্রীড়া আইকন, যিনি সমগ্র বিশ্বে বাজারজাতযোগ্য। আর জর্জিনা শুধু সঙ্গী নন বরং তিনি নিজেও এক শক্তিশালী প্রভাবশালী মুখ। দুজনের মেলবন্ধন নতুন করে গড়ে তুলবে “রোনালদো–রদ্রিগেজ” ব্র্যান্ড, যা হতে পারে আগামী দিনের অন্যতম সফল লাইফস্টাইল আইকন।

 

তবে এ দম্পতির বিয়ে যদি ইতিহাসের ব্যয়বহুল বিয়ের তালিকায় জায়গা করে নেয়, তবে তারা একেবারেই অনন্য নন। এর আগে খাজাখস্তানের বিলিয়নিয়ার উত্তরাধিকারী সাঈদ গুতসেরিয়েভের বিয়ে হয়েছিল প্রায় ১ বিলিয়ন ডলারের বাজেটে! অনন্ত আম্বানি–রাধিকা মার্চেন্টের বিয়ে কাঁপিয়েছিল ভারত, খরচ হয়েছিল প্রায় ৩৩৯ মিলিয়ন ডলার। আবার ইশা আম্বানি–আনন্দ পিরামালের বিয়ে আলোড়ন তুলেছিল পুরো বিশ্বে, খরচ হয়েছিল প্রায় ১০০ মিলিয়ন ডলার।

 

অতীতের সেই আড়ম্বরপূর্ণ আয়োজনে যেমন জেনিফার লোপেজ, রিহানা কিংবা বিওন্সের মতো তারকারা মঞ্চ মাতিয়েছিলেন, তেমনি রোনালদো–জর্জিনার বিয়েতেও থাকছে বিশ্বসেরা বিনোদনের ছোঁয়া—এমনটাই অনুমান বিশেষজ্ঞদের।

 

তাই এখন শুধু অপেক্ষা—কবে, কোথায় আর কেমন করে অনুষ্ঠিত হবে এই ফুটবল সম্রাটের রাজকীয় বিয়ে। তবে একটি ব্যাপার নিশ্চিত, রোনালদো–জর্জিনার বিয়ে হবে এমন এক আয়োজন, যা দীর্ঘদিন ধরেই আলোচনায় থাকবে বিশ্বজুড়ে।

সূত্র: ডেইলি মেইল

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» রায়পুর স্টিল ব্রিজ ও খাশের হাট রোডের বেহাল দশা, দুর্ভোগে জনসাধারণ

» বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১৮০৯ আসামি গ্রেফতার

» আ.লীগ শতশত কোটি টাকা লুটপাট করে দেশকে দেউলিয়া করে দিয়েছে : মঈন খান

» ফিলিস্তিনে ইসরায়েলি বসতি স্থাপন পরিকল্পনার নিন্দা তারেক রহমানের

» দলকানা প্রশাসন দ্বারা বিশ্ববিদ্যালয় চলতে দেওয়া হবে না: শিবির সভাপতি

» অমানবিক পরিশ্রম হচ্ছে: জাবি উপাচার্য

» নির্বাচন বানচাল করতে চাইলে ক্যাম্পাস থেকে প্রতিহত করা হবে: শিবিরের জিএস প্রার্থী

» ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ গড়তে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই : চরমোনাই পীর

» সুন্দরবনে কুখ্যাত ডাকাত রাঙ্গা বাহিনীর দুই সহযোগীকে অস্ত্রসহ আটক, জিম্মি জেলেরা উদ্ধার

» মোরেলগঞ্জে ইট সোলিং সড়ক মরণফাঁদে পরিণত , ভোগান্তিতে লাখো মানুষ

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিয়ের আয়োজন করছেন রোনালদো-জর্জিনা?

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  নয় বছরের অপেক্ষার অবসান ঘটালেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজ। সম্প্রতি তারা নিজেদের এনগেজমেন্টের খবর প্রকাশ করেছেন ইনস্টাগ্রামে। আংটি দেখেই বোঝা যায়, এই সম্পর্কের আনুষ্ঠানিক পরিণতি হতে যাচ্ছে রাজকীয়।

 

জর্জিনার হাতে যে হীরের আংটি জ্বলজ্বল করছে, সেটি নাকি ১৫ থেকে ২০ ক্যারেট ওজনের। বিশেষজ্ঞদের মতে, এর দামই ‘সহজে’ ১৫ লাখ পাউন্ডের ওপরে! আর যদি আংটির দিকে তাকিয়েই বিচার করা যায়, তবে তাদের আসন্ন বিয়ে হতে যাচ্ছে সত্যিকারের এক মিলিয়ন-ডলার ইভেন্ট।

 

ব্র্যান্ড বিশেষজ্ঞ ডিলান ডেভি জানিয়েছেন, রোনালদো–জর্জিনা হয়তো বিয়ের জন্য ব্যয় করবেন ১০ মিলিয়ন পাউন্ডেরও বেশি। তার ভাষায়, “যখন আংটির দামই দেড় মিলিয়নের বেশি, তখন অনুমান করা যায় বিয়ের বাজেট কতটা হতে পারে। গন্তব্য ভেন্যু, কৌচার পোশাক, বিশ্বমানের শিল্পীর পারফরম্যান্স, ভিআইপি অতিথিদের যাতায়াত আর নিরাপত্তা—সব মিলিয়ে এটি হতে পারে যুগের সবচেয়ে আলোচিত বিয়ে।”

 

এই বিয়ের অতিথি তালিকাও যে কম চমকপ্রদ হবে না, তা বলাই যায়। ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি থেকে শুরু করে ডেভিড বেকহ্যাম, রাফায়েল নাদাল কিংবা অ্যান্থনি জোশুয়ার মতো তারকারা থাকতে পারেন ভিআইপি সারিতে।

 

বিশেষজ্ঞরা মনে করছেন, এ আয়োজন শুধু রোনালদো ও জর্জিনার ব্যক্তিগত উদ্‌যাপন নয় বরং তাদের ব্র্যান্ড পরিচয়কেও নতুন উচ্চতায় নিয়ে যাবে। যেমনটা ঘটেছিল ডেভিড–ভিক্টোরিয়া বেকহ্যামের বিয়ের পর।

 

রোনালদো এতদিন ছিলেন ‘ব্যাচেলর ব্র্যান্ড’—একক ক্রীড়া আইকন, যিনি সমগ্র বিশ্বে বাজারজাতযোগ্য। আর জর্জিনা শুধু সঙ্গী নন বরং তিনি নিজেও এক শক্তিশালী প্রভাবশালী মুখ। দুজনের মেলবন্ধন নতুন করে গড়ে তুলবে “রোনালদো–রদ্রিগেজ” ব্র্যান্ড, যা হতে পারে আগামী দিনের অন্যতম সফল লাইফস্টাইল আইকন।

 

তবে এ দম্পতির বিয়ে যদি ইতিহাসের ব্যয়বহুল বিয়ের তালিকায় জায়গা করে নেয়, তবে তারা একেবারেই অনন্য নন। এর আগে খাজাখস্তানের বিলিয়নিয়ার উত্তরাধিকারী সাঈদ গুতসেরিয়েভের বিয়ে হয়েছিল প্রায় ১ বিলিয়ন ডলারের বাজেটে! অনন্ত আম্বানি–রাধিকা মার্চেন্টের বিয়ে কাঁপিয়েছিল ভারত, খরচ হয়েছিল প্রায় ৩৩৯ মিলিয়ন ডলার। আবার ইশা আম্বানি–আনন্দ পিরামালের বিয়ে আলোড়ন তুলেছিল পুরো বিশ্বে, খরচ হয়েছিল প্রায় ১০০ মিলিয়ন ডলার।

 

অতীতের সেই আড়ম্বরপূর্ণ আয়োজনে যেমন জেনিফার লোপেজ, রিহানা কিংবা বিওন্সের মতো তারকারা মঞ্চ মাতিয়েছিলেন, তেমনি রোনালদো–জর্জিনার বিয়েতেও থাকছে বিশ্বসেরা বিনোদনের ছোঁয়া—এমনটাই অনুমান বিশেষজ্ঞদের।

 

তাই এখন শুধু অপেক্ষা—কবে, কোথায় আর কেমন করে অনুষ্ঠিত হবে এই ফুটবল সম্রাটের রাজকীয় বিয়ে। তবে একটি ব্যাপার নিশ্চিত, রোনালদো–জর্জিনার বিয়ে হবে এমন এক আয়োজন, যা দীর্ঘদিন ধরেই আলোচনায় থাকবে বিশ্বজুড়ে।

সূত্র: ডেইলি মেইল

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com