জর্জিনাকে রোনালদোর দেওয়া আংটিটি ‘প্রপোজাল রিং’ নয়!

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক শেষে অবশেষে বিয়ের প্রস্তাব দিয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ সম্প্রতি ইনস্টাগ্রামে আংটির ছবি শেয়ার করে ঘোষণা দেন এনগেজমেন্টের। তবে এই আলোচিত আংটি নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক।

 

ইনস্টাগ্রামে জর্জিনা একটি ওভাল আকৃতির হীরার আংটির ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, “হ্যাঁ, আমি রাজি। শুধু এই জীবনে নয়, আমার সব জীবনে।” কিন্তু এই আংটিটিকে অনেকেই বাগদানের রিং মনে করলেও, স্পেনের গয়নাবিশেষজ্ঞ হুয়ানা গার্সিয়া একে ‘প্রপোজাল রিং’ নয় বলে দাবি করেছেন। তার মতে, এটি আসলে একটি ককটেল রিং।

তাহলে ককটেল রিং কী?
বিশেষজ্ঞদের মতে, ককটেল রিং সাধারণত বড় আকারের, চোখ ধাঁধানো ডিজাইনের হয়ে থাকে যার মূল উদ্দেশ্য নজর কাড়া। এটি সাধারণত ডান হাতে পরা হয়, যাতে তা বিয়ের আংটি থেকে আলাদা বোঝা যায়। তবে জর্জিনা এই আংটি পরেছেন বাঁ হাতে, যা সাধারণত বাগদানের আংটির জন্য বরাদ্দ।

 

ইতালিয়ান সংবাদমাধ্যম করিয়ের ডেলো স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে হুয়ানা গার্সিয়া বলেন, “রোনালদোর উপহার দেওয়া আংটিটি বাগদানের রিং হওয়ার প্রয়োজনীয় শর্ত পূরণ করেনি। সহজভাবে বললে, এটি বাগদানের আংটির মতো নয়।

 

জুয়েলারি বিশেষজ্ঞদের মতে, আংটিতে থাকা হীরাটি ওভাল শেপের এবং ওজন ২৫ থেকে ৩০ ক্যারেটের মধ্যে হতে পারে। যুক্তরাষ্ট্রের জুয়েলারি বিশেষজ্ঞ ব্রিওনি রেমন্ড বলেন, ছবির ভিত্তিতে সঠিক ওজন নির্ধারণ কঠিন হলেও আংটির কেন্দ্রীয় হীরাটি ১৫ ক্যারেটের বেশি হবে।

 

যদিও আংটির দাম নিয়ে আনুষ্ঠানিক কিছু জানা যায়নি, তবে এ ধরনের হীরার রিংয়ের বাজারমূল্য কয়েক মিলিয়ন ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।  সূএ: বাংলাদেশ প্রতিদিন

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বিএনপির সঙ্গে বৈঠক করেছেন আইআরআই প্রতিনিধি দল

» ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল বিভাগের রায় ৪ সেপ্টেম্বর

» মালয়েশিয়া সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম

» জর্জিনাকে রোনালদোর দেওয়া আংটিটি ‘প্রপোজাল রিং’ নয়!

» উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

» সিএনজি পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ১২ গাড়ি

» হাসিনা-এসকে সিনহার বিরুদ্ধে সুখরঞ্জন বালির অভিযোগ

» চোরকে হাতেনাতে ধরতে গিয়ে চোরের ছুরিকাঘাতে যুবক নিহত

» পেয়ারার চাটনি তৈরির রেসিপি

» মা ও মেয়েকে গলা কেটে হত্যা

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জর্জিনাকে রোনালদোর দেওয়া আংটিটি ‘প্রপোজাল রিং’ নয়!

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক শেষে অবশেষে বিয়ের প্রস্তাব দিয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ সম্প্রতি ইনস্টাগ্রামে আংটির ছবি শেয়ার করে ঘোষণা দেন এনগেজমেন্টের। তবে এই আলোচিত আংটি নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক।

 

ইনস্টাগ্রামে জর্জিনা একটি ওভাল আকৃতির হীরার আংটির ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, “হ্যাঁ, আমি রাজি। শুধু এই জীবনে নয়, আমার সব জীবনে।” কিন্তু এই আংটিটিকে অনেকেই বাগদানের রিং মনে করলেও, স্পেনের গয়নাবিশেষজ্ঞ হুয়ানা গার্সিয়া একে ‘প্রপোজাল রিং’ নয় বলে দাবি করেছেন। তার মতে, এটি আসলে একটি ককটেল রিং।

তাহলে ককটেল রিং কী?
বিশেষজ্ঞদের মতে, ককটেল রিং সাধারণত বড় আকারের, চোখ ধাঁধানো ডিজাইনের হয়ে থাকে যার মূল উদ্দেশ্য নজর কাড়া। এটি সাধারণত ডান হাতে পরা হয়, যাতে তা বিয়ের আংটি থেকে আলাদা বোঝা যায়। তবে জর্জিনা এই আংটি পরেছেন বাঁ হাতে, যা সাধারণত বাগদানের আংটির জন্য বরাদ্দ।

 

ইতালিয়ান সংবাদমাধ্যম করিয়ের ডেলো স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে হুয়ানা গার্সিয়া বলেন, “রোনালদোর উপহার দেওয়া আংটিটি বাগদানের রিং হওয়ার প্রয়োজনীয় শর্ত পূরণ করেনি। সহজভাবে বললে, এটি বাগদানের আংটির মতো নয়।

 

জুয়েলারি বিশেষজ্ঞদের মতে, আংটিতে থাকা হীরাটি ওভাল শেপের এবং ওজন ২৫ থেকে ৩০ ক্যারেটের মধ্যে হতে পারে। যুক্তরাষ্ট্রের জুয়েলারি বিশেষজ্ঞ ব্রিওনি রেমন্ড বলেন, ছবির ভিত্তিতে সঠিক ওজন নির্ধারণ কঠিন হলেও আংটির কেন্দ্রীয় হীরাটি ১৫ ক্যারেটের বেশি হবে।

 

যদিও আংটির দাম নিয়ে আনুষ্ঠানিক কিছু জানা যায়নি, তবে এ ধরনের হীরার রিংয়ের বাজারমূল্য কয়েক মিলিয়ন ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।  সূএ: বাংলাদেশ প্রতিদিন

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com