আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ আসনের এমপি প্রার্থী হিসেবে বিএনপি, জামায়াতে ইসলামীসহ চারজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল পাঁচটার মধ্যে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের কাছে তারা নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন দাখিলকারী প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আব্দুল আজিজ, জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুল হাকিম, জাতীয় পার্টির (জা.পা) প্রার্থী এম. ইউসুফ আহমেদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা এমদাদুল্লাহ। মনোনয়ন দাখিলের সময় প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে তাদের কাগজপত্র জমা দেন। এ সময় প্রার্থীদের কর্মী-সমর্থকরাও উপজেলা পরিষদ চত্বরে বাইরে শৃঙ্খলাবদ্ধভাবে অবস্থান করেন।
প্রার্থীরা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে বদ্ধপরিকর।








