ইন্টারনেট স্লো? যেসব স্থানে রাখা উচিত নয় রাউটার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : আজকের দিনে ইন্টারনেট শুধু বিলাসিতা নয়—এটি দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। অফিসের ভার্চুয়াল মিটিং, স্কুলের অনলাইন ক্লাস কিংবা ঘরে বসে বিনোদন উপভোগ—সবকিছুতেই প্রয়োজন দ্রুত ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ। তাই অনেকেই ঘরে ওয়াই-ফাই রাউটার স্থাপন করেন। কিন্তু অনেক সময় রাউটার থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত গতি পাওয়া যায় না।

 

বিশেষজ্ঞদের মতে, এর অন্যতম কারণ হতে পারে রাউটারের অবস্থান। ভুল জায়গায় রাউটার রাখলে তা ইন্টারনেট সংযোগকে প্রভাবিত করতে পারে। নিচে তুলে ধরা হলো সেই স্থানগুলো, যেখানে রাউটার রাখা একেবারেই উচিত নয়:

 

বেসমেন্ট বা ঘরের কোণে
রাউটার সিগন্যাল চারদিকে সমানভাবে ছড়ায়। যদি এটি ঘরের এক কোণে বা বেসমেন্টে রাখা হয়, তাহলে সিগন্যালের একটি বড় অংশ দেওয়ালে আটকে যায় বা বাইরে চলে যায়। ফলে ঘরের অন্যান্য অংশে সিগন্যাল দুর্বল হয়।

 

পুরু দেয়াল বা ধাতব জিনিসপত্রের পাশে
কংক্রিটের দেয়াল কিংবা ধাতব আসবাবপত্র ওয়াই-ফাই তরঙ্গ শোষণ করতে পারে। এতে সিগন্যাল দুর্বল হয়ে পড়ে এবং ইন্টারনেটের গতি হ্রাস পায়।

 

ইলেকট্রনিক যন্ত্রপাতির আশেপাশে
টিভি, মাইক্রোওয়েভ, কর্ডলেস ফোন কিংবা ব্লুটুথ স্পিকারের মতো যন্ত্রপাতি রাউটারের সিগন্যালের সঙ্গে সংঘর্ষ ঘটাতে পারে। তাই রাউটার এসব ডিভাইস থেকে অন্তত তিন ফুট দূরে রাখা উচিত।

 

বন্ধ ক্যাবিনেট বা ড্রয়ারের ভিতরে
দৃষ্টিসীমার বাইরে রাখতে গিয়ে অনেকে রাউটার ক্যাবিনেট, আলমারি বা ড্রয়ারে রেখে দেন। এতে রাউটারের সিগন্যাল যথাযথভাবে ছড়াতে পারে না এবং সংযোগ দুর্বল হয়ে পড়ে।

 

তাহলে রাউটার কোথায় রাখবেন?
রাউটারের জন্য সবচেয়ে ভালো জায়গা হলো—
বাড়ির কেন্দ্রীয় কোনো খোলা স্থান,
মাটির থেকে কিছুটা উঁচু জায়গা,
যেখানে বাধা কম ও সিগন্যাল ছড়াতে সুবিধা হয়।

ঠিক জায়গায় রাউটার স্থাপন করলেই মিলবে দ্রুত, স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন ইন্টারনেটের অভিজ্ঞতা।

সূএ: বাংলাদেশ  প্রতিদি

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» নির্বাচনে কেউ সামান্যতম পক্ষপাতিত্ব দেখালে ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

» আ. লীগকে নিয়ন্ত্রণ করা না গেলে ভোট ঘিরে বিপর্যয় নামতে পারে: মঞ্জু

» ‘সচিবালয়ে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে’

» মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

» চাঁদাবাজির মামলায় গ্রেফতার দেখানো হলো সাংবাদিক মোজাম্মেল বাবুকে

» মাজারে হামলা চালালে কাউকে ছাড় দেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা

» পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে মিলবে পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা

» মা-বাবা বিয়ে দিতে না চাইলে শরিয়তের নির্দেশনা কী

» লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা, প্রধান আসামি গ্রেফতার

» ছুরিকাঘাতে যুবক নিহত

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইন্টারনেট স্লো? যেসব স্থানে রাখা উচিত নয় রাউটার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : আজকের দিনে ইন্টারনেট শুধু বিলাসিতা নয়—এটি দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। অফিসের ভার্চুয়াল মিটিং, স্কুলের অনলাইন ক্লাস কিংবা ঘরে বসে বিনোদন উপভোগ—সবকিছুতেই প্রয়োজন দ্রুত ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ। তাই অনেকেই ঘরে ওয়াই-ফাই রাউটার স্থাপন করেন। কিন্তু অনেক সময় রাউটার থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত গতি পাওয়া যায় না।

 

বিশেষজ্ঞদের মতে, এর অন্যতম কারণ হতে পারে রাউটারের অবস্থান। ভুল জায়গায় রাউটার রাখলে তা ইন্টারনেট সংযোগকে প্রভাবিত করতে পারে। নিচে তুলে ধরা হলো সেই স্থানগুলো, যেখানে রাউটার রাখা একেবারেই উচিত নয়:

 

বেসমেন্ট বা ঘরের কোণে
রাউটার সিগন্যাল চারদিকে সমানভাবে ছড়ায়। যদি এটি ঘরের এক কোণে বা বেসমেন্টে রাখা হয়, তাহলে সিগন্যালের একটি বড় অংশ দেওয়ালে আটকে যায় বা বাইরে চলে যায়। ফলে ঘরের অন্যান্য অংশে সিগন্যাল দুর্বল হয়।

 

পুরু দেয়াল বা ধাতব জিনিসপত্রের পাশে
কংক্রিটের দেয়াল কিংবা ধাতব আসবাবপত্র ওয়াই-ফাই তরঙ্গ শোষণ করতে পারে। এতে সিগন্যাল দুর্বল হয়ে পড়ে এবং ইন্টারনেটের গতি হ্রাস পায়।

 

ইলেকট্রনিক যন্ত্রপাতির আশেপাশে
টিভি, মাইক্রোওয়েভ, কর্ডলেস ফোন কিংবা ব্লুটুথ স্পিকারের মতো যন্ত্রপাতি রাউটারের সিগন্যালের সঙ্গে সংঘর্ষ ঘটাতে পারে। তাই রাউটার এসব ডিভাইস থেকে অন্তত তিন ফুট দূরে রাখা উচিত।

 

বন্ধ ক্যাবিনেট বা ড্রয়ারের ভিতরে
দৃষ্টিসীমার বাইরে রাখতে গিয়ে অনেকে রাউটার ক্যাবিনেট, আলমারি বা ড্রয়ারে রেখে দেন। এতে রাউটারের সিগন্যাল যথাযথভাবে ছড়াতে পারে না এবং সংযোগ দুর্বল হয়ে পড়ে।

 

তাহলে রাউটার কোথায় রাখবেন?
রাউটারের জন্য সবচেয়ে ভালো জায়গা হলো—
বাড়ির কেন্দ্রীয় কোনো খোলা স্থান,
মাটির থেকে কিছুটা উঁচু জায়গা,
যেখানে বাধা কম ও সিগন্যাল ছড়াতে সুবিধা হয়।

ঠিক জায়গায় রাউটার স্থাপন করলেই মিলবে দ্রুত, স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন ইন্টারনেটের অভিজ্ঞতা।

সূএ: বাংলাদেশ  প্রতিদি

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com