সব এআই মডেল উন্মুক্ত নাও থাকতে পারে: জাকারবার্গ

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :  কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে কাজের অগ্রগতি জানাতে একটি চিঠি প্রকাশ করেছেন মেটার সিইও মার্ক জুকারবার্গ। বুধবার (৩০ জুলাই) প্রকাশিত ওই চিঠিতে উঠে এসেছে গুরুত্বপূর্ণ একটি বার্তা- ভবিষ্যতে মেটার সব এআই মডেল উন্মুক্ত নাও থাকতে পারে।

 

চিঠিতে জাকারবার্গ বলেন, ‘সুপারইন্টেলিজেন্স সবার জন্য উন্মুক্ত থাকা উচিত। তবে এর সঙ্গে জড়িত রয়েছে নতুন ধরনের নিরাপত্তা ঝুঁকি। তাই কোন মডেল ওপেন সোর্স থাকবে আর কোনটি থাকবে না, সেটা সাবধানতার সঙ্গে বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে।’

এই বক্তব্য মেটার আগের অবস্থানের সঙ্গে খানিকটা ভিন্ন। এতদিন এলএএমএ (LLaMA) সিরিজের মতো মেটার এআই মডেলগুলোকে ওপেন সোর্স রাখার ওপর গুরুত্ব দিত প্রতিষ্ঠানটি। তবে এবার স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে, মেটা ভবিষ্যতে আরও উন্নত বা ঝুঁকিপূর্ণ মডেলগুলো ক্লোজড রাখার দিকেই ঝুঁকতে পারে।

 

২০২৫ সালের জুনে মেটা কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (Artificial General Intelligence – AGI) নিয়ে বড় পরিকল্পনার ঘোষণা দেয়। এই লক্ষ্যে তারা প্রায় ১৪.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করে গঠন করেছে নতুন ইউনিট Meta Superintelligence Labs। এই ইউনিটের অধীনেই তৈরি হচ্ছে উন্নত ক্লোজড এআই মডেল। পরীক্ষামূলকভাবে তৈরি হওয়া ‘Behemoth’ নামের মডেলটির ওপেন টেস্ট ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে।

 

চিঠিতে জুকারবার্গ আরও জানান, ভবিষ্যতের এআই হবে আরও ব্যক্তিকেন্দ্রিক। স্মার্ট গ্লাস, ভিআর হেডসেটের মতো ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীর সঙ্গে সারাক্ষণ থাকবে এবং বুঝে নিতে পারবে সে কী চায় বা কী করছে।

 

তবে মেটার একজন মুখপাত্র জানিয়েছেন, প্রতিষ্ঠানটি এখনো ওপেন সোর্স এআই নীতিতে অটল রয়েছে। তার ভাষায়, ‘আমরা শক্তিশালী ওপেন মডেল তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে ক্লোজড মডেল নিয়েও কাজ চলবে।’

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বিএনপি ছাড়া কিছু রাজনৈতিক দল চাইছে নির্বাচন পেছাতে : রুমিন ফারহানা

» ক্ষমতায় এলে প্রথমে গুমের সংস্কৃতি নিশ্চিহ্ন করা হবে : সালাহউদ্দিন

» বিশেষ অভিযানে মোট ১ হাজার ৫১৫ জন গ্রেফতার

» আ.লীগ ও জাপার হামলায় আহত রাশেদ খান, নেওয়া হলো হাসপাতালে

» ওসমান হাদীর পোস্টে সারজিস লিখলেন, ‘এ লড়াই আপনার একার নয়’

» গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

» দেশের মানুষ পেশিশক্তির রাজনীতি আর দেখতে চায় না : তাসনিম জারা

» নির্বাচন কমিশনের উদ্দেশে এবি পার্টির কড়া অভিযোগ

» চীনকে যতটা উন্নত ভাবি তার চেয়েও অনেক বেশি উন্নত: সারজিস

» বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উৎসবমুখর বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা)আসন    

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সব এআই মডেল উন্মুক্ত নাও থাকতে পারে: জাকারবার্গ

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :  কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে কাজের অগ্রগতি জানাতে একটি চিঠি প্রকাশ করেছেন মেটার সিইও মার্ক জুকারবার্গ। বুধবার (৩০ জুলাই) প্রকাশিত ওই চিঠিতে উঠে এসেছে গুরুত্বপূর্ণ একটি বার্তা- ভবিষ্যতে মেটার সব এআই মডেল উন্মুক্ত নাও থাকতে পারে।

 

চিঠিতে জাকারবার্গ বলেন, ‘সুপারইন্টেলিজেন্স সবার জন্য উন্মুক্ত থাকা উচিত। তবে এর সঙ্গে জড়িত রয়েছে নতুন ধরনের নিরাপত্তা ঝুঁকি। তাই কোন মডেল ওপেন সোর্স থাকবে আর কোনটি থাকবে না, সেটা সাবধানতার সঙ্গে বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে।’

এই বক্তব্য মেটার আগের অবস্থানের সঙ্গে খানিকটা ভিন্ন। এতদিন এলএএমএ (LLaMA) সিরিজের মতো মেটার এআই মডেলগুলোকে ওপেন সোর্স রাখার ওপর গুরুত্ব দিত প্রতিষ্ঠানটি। তবে এবার স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে, মেটা ভবিষ্যতে আরও উন্নত বা ঝুঁকিপূর্ণ মডেলগুলো ক্লোজড রাখার দিকেই ঝুঁকতে পারে।

 

২০২৫ সালের জুনে মেটা কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (Artificial General Intelligence – AGI) নিয়ে বড় পরিকল্পনার ঘোষণা দেয়। এই লক্ষ্যে তারা প্রায় ১৪.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করে গঠন করেছে নতুন ইউনিট Meta Superintelligence Labs। এই ইউনিটের অধীনেই তৈরি হচ্ছে উন্নত ক্লোজড এআই মডেল। পরীক্ষামূলকভাবে তৈরি হওয়া ‘Behemoth’ নামের মডেলটির ওপেন টেস্ট ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে।

 

চিঠিতে জুকারবার্গ আরও জানান, ভবিষ্যতের এআই হবে আরও ব্যক্তিকেন্দ্রিক। স্মার্ট গ্লাস, ভিআর হেডসেটের মতো ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীর সঙ্গে সারাক্ষণ থাকবে এবং বুঝে নিতে পারবে সে কী চায় বা কী করছে।

 

তবে মেটার একজন মুখপাত্র জানিয়েছেন, প্রতিষ্ঠানটি এখনো ওপেন সোর্স এআই নীতিতে অটল রয়েছে। তার ভাষায়, ‘আমরা শক্তিশালী ওপেন মডেল তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে ক্লোজড মডেল নিয়েও কাজ চলবে।’

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com