সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর গুনিয়াউক ইউনিয়নের ইউ পি চেয়ারম্যান ও নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো: জিতু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৩ আগস্ট ) রাতে চিতনা গ্রাম থেকে পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা মো: জিতু মিয়া দীর্ঘদিন যাবত আওয়ামী লীগকে পূর্ণবাসনের চেষ্টা করে যাচ্ছে। গ্রেপ্তার হওয়ার আগে সে চিতনা বাজারের
যুবলীগ নেতা আব্দুল্লাহ এর দোকানে প্রায় সময় আওয়ামী লীগের স্থানীয় সমর্থকদেরকে নিয়ে আন্দোলন করার প্রস্তুতি নিচ্ছিল। আওয়ামী লীগ নেতা মো: জিতু মিয়ার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা সহ একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম কে জানান জানান, তার বিরুদ্ধে বিস্ফোরক মামলা সহ একাধিক অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।