দুই জন সাব-রেজিস্ট্রার দিয়ে চলছে পুরো জেলা, সরকার হারাচ্ছে রাজস্ব

আসাদ হোসেন রিফাতঃ  লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে স্থায়ী সাব-রেজিস্ট্রার না থাকায় জমির দলিল রেজিস্ট্রির কাজে চরম ভোগান্তির শিকার হচ্ছেন জমি ক্রেতা-বিক্রেতারা। এতে একদিকে যেমন জনসাধারণ দুর্ভোগে পড়ছেন, অন্যদিকে সরকার হারাচ্ছে রাজস্ব।
কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার সাব-রেজিস্ট্রি অফিস সূত্রে জানা গেছে, প্রতি সপ্তাহে গড়ে দুই শত জমির দলিল রেজিস্ট্রি হয়, যা থেকে সরকার লাখ লাখ টাকা রাজস্ব পায়। প্রতি লাখ টাকার রেজিস্ট্রিতে চারটি স্তরে থানা পর্যায়ে ৭ হাজার ৫০০ টাকা করে সরকার পেয়ে থাকে। তবে কর্মদিবস নির্ধারণ থাকলেও সাব-রেজিস্ট্রার সপ্তাহে একদিন অফিস করেন, ফলে কাজের চাপ বেড়ে যায় ও জটিলতা তৈরি হয়।
 সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার আট  ইউনিয়ন থেকে মানুষ দলিল রেজিস্ট্রির জন্য আসছেন, কিন্তু সাব-রেজিস্ট্রার উপস্থিত না থাকায় দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে। এমনকি রাত ১০টা পর্যন্ত বসে থাকতে হয় দলিল সম্পন্ন করার আশায়।
স্থানীয় কৃষক শফিকুল মিয়া বলেন, কয়েকবার তারিখ ঠিক হওয়ার পরেও সাব-রেজিস্ট্রার আসেননি। আবার আসতে হয়েছে।” দলিল লেখকরা জানান, ব্যাংক ড্রাফট, প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করতেই পুরো দিন কেটে যায়। এরপরও সাব-রেজিস্ট্রার না আসলে পুরো প্রক্রিয়া ভেস্তে যায়।
বর্তমানে পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলার সাব-রেজিস্ট্রার আরিফ ইশতিয়াক  অতিরিক্ত দায়িত্বে-লালমনিরহাট সদর- তুষভান্ডার ও হাতীবান্ধায় কাজ করছেন। এতে তিন উপজেলার কাজ একসাথে সামলাতে গিয়ে তিনি সময়মতো অফিসে উপস্থিত হতে পারছেন না। এ অবস্থায় নকল নবিশ ও ৪০ জন দলিল লেখক ৮৭ জন পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা দ্রুত স্থায়ী সাব-রেজিস্ট্রারের দাবি জানিয়েছেন।
Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

» নতুন সরকারের মন্ত্রীদের জন্য কোনো গাড়ি কেনা হচ্ছে না: অর্থ উপদেষ্টা

» বাড়ল স্বর্ণের দাম

» মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল

» বিদ্যুৎকেন্দ্রে যান্ত্রিক গোলযোগ, দেশব্যাপী লোডশেডিং

» বুধবার ঢাবির সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ

» আপত্তিকর ছবি ভাইরাল, আদালতে ঐশ্বরিয়া

» ভোট কারচুপির অভিযোগ এনে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

» মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল প্যানেল

» কর্মীদের সুরক্ষায় গার্ডিয়ানের সাথে ব্যাংক এশিয়ার পার্টনারশিপ

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দুই জন সাব-রেজিস্ট্রার দিয়ে চলছে পুরো জেলা, সরকার হারাচ্ছে রাজস্ব

আসাদ হোসেন রিফাতঃ  লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে স্থায়ী সাব-রেজিস্ট্রার না থাকায় জমির দলিল রেজিস্ট্রির কাজে চরম ভোগান্তির শিকার হচ্ছেন জমি ক্রেতা-বিক্রেতারা। এতে একদিকে যেমন জনসাধারণ দুর্ভোগে পড়ছেন, অন্যদিকে সরকার হারাচ্ছে রাজস্ব।
কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার সাব-রেজিস্ট্রি অফিস সূত্রে জানা গেছে, প্রতি সপ্তাহে গড়ে দুই শত জমির দলিল রেজিস্ট্রি হয়, যা থেকে সরকার লাখ লাখ টাকা রাজস্ব পায়। প্রতি লাখ টাকার রেজিস্ট্রিতে চারটি স্তরে থানা পর্যায়ে ৭ হাজার ৫০০ টাকা করে সরকার পেয়ে থাকে। তবে কর্মদিবস নির্ধারণ থাকলেও সাব-রেজিস্ট্রার সপ্তাহে একদিন অফিস করেন, ফলে কাজের চাপ বেড়ে যায় ও জটিলতা তৈরি হয়।
 সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার আট  ইউনিয়ন থেকে মানুষ দলিল রেজিস্ট্রির জন্য আসছেন, কিন্তু সাব-রেজিস্ট্রার উপস্থিত না থাকায় দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে। এমনকি রাত ১০টা পর্যন্ত বসে থাকতে হয় দলিল সম্পন্ন করার আশায়।
স্থানীয় কৃষক শফিকুল মিয়া বলেন, কয়েকবার তারিখ ঠিক হওয়ার পরেও সাব-রেজিস্ট্রার আসেননি। আবার আসতে হয়েছে।” দলিল লেখকরা জানান, ব্যাংক ড্রাফট, প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করতেই পুরো দিন কেটে যায়। এরপরও সাব-রেজিস্ট্রার না আসলে পুরো প্রক্রিয়া ভেস্তে যায়।
বর্তমানে পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলার সাব-রেজিস্ট্রার আরিফ ইশতিয়াক  অতিরিক্ত দায়িত্বে-লালমনিরহাট সদর- তুষভান্ডার ও হাতীবান্ধায় কাজ করছেন। এতে তিন উপজেলার কাজ একসাথে সামলাতে গিয়ে তিনি সময়মতো অফিসে উপস্থিত হতে পারছেন না। এ অবস্থায় নকল নবিশ ও ৪০ জন দলিল লেখক ৮৭ জন পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা দ্রুত স্থায়ী সাব-রেজিস্ট্রারের দাবি জানিয়েছেন।
Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com