সংগৃহীত ছবি
তথ্য-প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে দিন দিন জমে ওঠে নানা রকম অপ্রয়োজনীয় ফাইল—যেমন ক্যাশে, থাম্বনেইল, ডাউনলোড করা অপ্রয়োজনীয় ডকুমেন্ট, অটোমেটিক ব্যাকআপ, স্ক্রিনশট, পুরনো ছবি ও ভিডিও ইত্যাদি। এসব ফাইল শুধু ফোনের স্টোরেজই দখল করে না, বরং ফোনের পারফরম্যান্সও কমিয়ে দেয়। তাই নিয়মিত এসব অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করাটা অত্যন্ত জরুরি।
কেন অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করা জরুরি?
অপ্রয়োজনীয় ফাইল বা জাঙ্ক ফাইল আপনার ফোনের র্যাম ও স্টোরেজ জায়গা দখল করে রাখে। এতে ফোন ধীরে কাজ করে, অ্যাপ চালু হতে দেরি হয় এবং মাঝে মাঝেই ‘স্টোরেজ ফুল’ দেখায়। তাছাড়া অনেক সময় অপ্রয়োজনীয় ছবি বা ভিডিও ফোনের গ্যালারিতে বিশৃঙ্খলা তৈরি করে।
কতদিন পর পর ডিলিট করা উচিত?
১. প্রতি সপ্তাহে একবার:
সপ্তাহে অন্তত একবার ফোনের ক্যাশে ফাইল, স্ক্রিনশট, ডাউনলোডস ফোল্ডার, হোয়াটসঅ্যাপ মিডিয়া ও অপ্রয়োজনীয় ডকুমেন্ট দেখে ডিলিট করা উচিত। এতে স্টোরেজ খালি থাকবে এবং ফোন থাকবে চটপটে।
২. প্রতি মাসে একবার:
প্রতি মাসে একবার করে পুরো স্টোরেজ স্ক্যান করে দেখা উচিত—কোন অ্যাপ কতটা জায়গা নিচ্ছে, কোন ছবি বা ভিডিও অনেকদিন ধরেই ব্যবহার হচ্ছে না। প্রয়োজনবোধে বড় ফাইলগুলো ক্লাউড বা পেনড্রাইভে ব্যাকআপ রেখে ফোন থেকে সরিয়ে ফেলা যায়।
৩. প্রয়োজন অনুযায়ী রিয়েল টাইমে:
যদি দেখেন ফোন হঠাৎ স্লো হয়ে গেছে বা নতুন অ্যাপ ইনস্টল করতে সমস্যা হচ্ছে, তখনই সঙ্গে সঙ্গে অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করে নিন। অনেক ফোনেই এখন ‘ফোন ক্লিনার’ অ্যাপ ইনবিল্ট থাকে, যেগুলো দিয়ে এক ক্লিকে ক্লিন করা সম্ভব।
কীভাবে অপ্রয়োজনীয় ফাইল চিহ্নিত করবেন?
– Settings > Storage গিয়ে কোন ক্যাটাগরিতে কতটা জায়গা নিচ্ছে তা দেখতে পারেন।
– Files by Google, CCleaner বা SD Maid-এর মতো অ্যাপ ব্যবহার করে জাঙ্ক ফাইল সহজেই খুঁজে বের করে ডিলিট করা যায়।
– Gallery > Albums > WhatsApp/Downloads/Screenshots ফোল্ডারগুলো নিয়মিত দেখে পরিষ্কার রাখা উচিত।
সতর্কতা
– কোনো ফাইল ডিলিট করার আগে নিশ্চিত হয়ে নিন সেটা প্রয়োজনীয় নয়।
– সিস্টেম ফাইল বা অজানা ফাইল না মুছাই ভালো, এতে ফোনে সমস্যা হতে পারে।
– প্রয়োজনে ক্লাউডে ব্যাকআপ রেখে তারপর মুছুন।
অপ্রয়োজনীয় ফাইল নিয়মিত ডিলিট করা হলে শুধু স্টোরেজই খালি থাকবে না, বরং ফোন চলবে দ্রুত ও ঝামেলাহীনভাবে। সপ্তাহে একবার বা অন্তত মাসে একবার ফোন পরিষ্কার করার অভ্যাস গড়ে তুলুন—এতে স্মার্টফোন থাকবে দীর্ঘদিন তরতাজা।