সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : বলিউড মেগাস্টার সালমান খানের ৬০ তম জন্মদিনে জন্মদিনে নেটদুনিয়ায় মুক্তি পেল নতুন সিনেমা ‘দ্য ব্যাটল অফ গালওয়ান’র টিজার। সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে সালমান খান ফিল্মস ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় ‘দ্য ব্যাটল অফ গালওয়ান’র টিজার। ১ মিনিট ১২ সেকেন্ডের টিজারে নতুন রূপে ধরা দিয়েছেন সালমান।
সিনেমার টিজারটি নিজের ভেরিফাইড ফেসবুকে শেয়ার করেছেন সালমান। হ্যাশট্যাগ দিয়ে সিনেমার নাম লিখে নায়ক লেখেন, ‘টিজার আউটি নাও’।
টিজারে সালমানকে দেখা যায় একজন ভারতীয় সেনা কর্মকর্তা হিসেবে। ‘দ্য ব্যাটল অফ গালওয়ান’ সিনেমা ২০২০ সালে ভারত-চীন সীমান্তে হওয়া গালওয়ান সংর্ঘষের উপর ভিত্তি করে তৈরি। এ সিনেমার অভিনয় নিয়ে তাই পুরোপুরি সিরিয়াস সালমান।
তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘সিকান্দার’। এ সিনেমা আশানুরূপ দর্শকপ্রিয়তা অর্জন করতে পারেনি। তাই ‘দ্য ব্যাটল অফ গালওয়ান’ দিয়েই বলিউডে আবারও বড় ঝড় তুলতে চান মেগাস্টার এ তারকা।








