সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : ইংরেজি নতুন বছর উদযাপনকে সামনে রেখে ভারতের রাজধানী দিল্লিতে রাতভর অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। এর নাম দেওয়া হয়েছে ‘অপারেশন আঘাত ৩.০’।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিশেষ এই অভিযানে শত শত অভিযুক্তকে গ্রেফতার ও আটক করেছে পুলিশ। একইসঙ্গে এই অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মদ, অর্থ ও মাদক জব্দ করা হয়েছে।
মূলত উৎসবের সময় অপরাধ ঠেকাতেই এই অভিযান চালানো হয়ে থাকে এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সমন্বিত তল্লাশি চালিয়ে যাদের গোলমাল সৃষ্টির সন্দেহ রয়েছে, তাদেরই খুঁজে বের করে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, জোরদার এই নিরাপত্তা অভিযানে অন্তত ২৮৫ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অস্ত্র আইন, মাদক আইন, এনডিপিএস আইন ও জুয়া আইনের বিভিন্ন ধারায় তাদেরকে গ্রেফতার করা হয়। পাশাপাশি, নতুন বছরকে ঘিরে নির্ভয়ে উদযাপন নিশ্চিত করতে আরও ৫০৪ জনকে আটক রাখা হয়েছে। অভিযানে ২১টি অবৈধ অস্ত্র, ২৭টি গাড়ি, ১২ হাজারের বেশি বোতল মদ, প্রায় আড়াই লাখ রুপি নগদ অর্থ এবং ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, ‘অপ আঘাত ৩.০’-এ ১১৬ জন ‘ব্যাড ক্যারেক্টার’ বা চিহ্নিত অপরাধীকে আটক করা হয়েছে। এছাড়া সম্পত্তি-সংক্রান্ত অপরাধে জড়িত ১০ জন ব্যক্তিকেও গ্রেফতার করা হয়।
এছাড়া গাড়ি চুরির চক্র ভাঙার দিকেও জোর দেওয়া হয়। উৎসবের সময় মানুষ যেন ভোগান্তিতে না পড়ে, সেজন্য পাঁচজন অটো-লিফটারকে ধরা হয়েছে। অভিযানে ২৩১টি মোটরসাইকেল এবং একটি চার চাকার গাড়িও জব্দ করা হয়।
এছাড়া উদ্ধার তালিকায় রয়েছে ২১টি দেশীয় পিস্তল, ২০টি গুলি ও ২৭টি ছুরি। অভিযুক্তদের কাছ থেকে ১২ হাজারের বেশি কোয়ার্টার অবৈধ মদ এবং ৬ কেজি গাঁজাও পাওয়া গেছে।
- জুয়াড়িদের বিরুদ্ধে অভিযানে পুলিশ ২ লাখ ৩০ হাজার রুপি নগদ অর্থও উদ্ধার করেছে। একই সঙ্গে প্রায় ২১০টি চুরি বা হারানো মোবাইল ফোনও ফিরে পাওয়া গেছে। এছাড়া প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে মোট ১৩০৬ জনকে আটক রাখা হয়েছে। সূত্র: এনডিটিভি








