সংগৃহীত ছবি
স্পোর্টস ডেস্ক : নতুন ফরম্যাটে হওয়া ক্লাব বিশ্বকাপ নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা। এরইমধ্যে ২০২৯ সালের আসর নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আয়োজক হওয়ার আগ্রহ প্রকাশ করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ফলে দক্ষিণ আমেরিকার ফুটবলপ্রেমী দেশ ব্রাজিলেই বসতে পারে আগামী আসরের আসর।
নতুন ফরম্যাটে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রথম ক্লাব বিশ্বকাপ ঘিরে ছিল ব্যাপক বিতর্ক। ব্যস্ত ফুটবল ক্যালেন্ডারের মাঝে এই টুর্নামেন্টে অংশ নিয়ে অতিরিক্ত ধকল ও ইনজুরির ঝুঁকিতে পড়েছিলেন অনেক খেলোয়াড়। পাশাপাশি কিছু ম্যাচে গ্যালারি ফাঁকা থাকাও সমালোচনার জন্ম দেয়।
তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, টুর্নামেন্টটি আর্থিকভাবে ছিল অত্যন্ত সফল। তার দাবি অনুযায়ী, এই আসর থেকে ফিফার রাজস্ব আয় হয়েছে ২ বিলিয়ন ডলারের বেশি—ম্যাচপ্রতি গড়ে ৩১ মিলিয়ন ডলার। গড় দর্শক উপস্থিতি ছিল প্রায় ৪০ হাজার।
সব মিলিয়ে প্রথম আসর নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও পরবর্তী আসর নিয়ে কাজ শুরু করেছে ফিফা। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ব্রাজিল ফুটবল কনফেডারেশন আনুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করেছে এবং ফিফার সঙ্গে যোগাযোগও করেছে। সম্ভাব্য আয়োজক শহরের তালিকায় রয়েছে রিও ডি জেনেইরো, সাও পাওলো এবং বেলো হরিজন্তে।
২০১৪ বিশ্বকাপের মতো বড় আসরের সফল আয়োজক হওয়ায় এবং ফুটবল ঐতিহ্য, আধুনিক স্টেডিয়াম ও দারুণ ফ্যান-বেইজ থাকার কারণে ব্রাজিলকে নিয়ে আগ্রহী ফিফা সভাপতি ইনফান্তিনোও।
ফিফা চায়, আগামী আসরও জুন-জুলাই উইন্ডোতে আয়োজন করতে, যাতে ইউরোপিয়ান লিগ ও কন্টিনেন্টাল টুর্নামেন্টগুলোর বিরতিতে খেলা যায়। সবকিছু ঠিকঠাক থাকলে, ২০২৯ সালে ব্রাজিলেই হতে পারে ক্লাব বিশ্বকাপের পরবর্তী আসর।