সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : মা হওয়ার পর বেশ কিছুটা আড়ালে ছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সদ্য কন্যাসন্তানের জন্ম দিয়ে মাতৃত্ব নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এরই মাঝে জানা গেছে, নতুন সিনেমার স্ক্রিপ্ট হাতে পেয়েছেন দীপিকা, আর পুরোনো ফিটনেসে ফেরার জন্য শুরু করেছেন কসরত।
রবিবার মুম্বাই বিমানবন্দরে দীপিকার একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে তাকে দেখা যায় নীল রঙের ঢিলেঢালা শার্ট, চোখে কালো সানগ্লাস আর হাতে বড় টোট ব্যাগ হাতে। সঙ্গে ছিলেন তার মা উজ্জ্বলা পাড়ুকোন ও বোন অনিশা পাড়ুকোন।
তবে এই অনুপম উপস্থিতিও নিন্দুকদের রুখতে পারেনি। কেউ বললেন, ‘বাবার শার্ট পরে এসেছে নাকি?’, কেউ লিখলেন, ‘প্রেগন্যান্সির সময়ও এত মোটা লাগেনি!’ আবার কারো মন্তব্য, ‘একটুও সাজেনি বেচারি, মনে হয় মেয়েকে নিয়ে খুব ব্যস্ত।’
তবে দীপিকা এসব বিতর্ক উপেক্ষা করে এগিয়ে চলেছেন নিজের নতুন প্রজেক্ট নিয়ে। শিগগিরই তাকে দেখা যাবে অ্যাটলি পরিচালিত ‘AA22XA6’ ছবিতে, যেখানে তার সঙ্গে থাকছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। নির্মাতারা ইতোমধ্যেই দীপিকার উপস্থিতি নিশ্চিত করে একটি ইনট্রো ভিডিও প্রকাশ করেছেন। পাশাপাশি দীপিকা কাজ করছেন ‘কাল্কি’ ছবির দ্বিতীয় কিস্তিতেও।