সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : শুরুর চাপ সামলে ভালোভাবেই সামাল দিচ্ছিলেন স্টিভেন স্মিথ ও ক্যামেরন গ্রিন। চা বিরতির আগে গ্রিনকে ফিরিয়ে জুটি ভাঙলেন জেডেন সিলস। আর বিরতির পর স্মিথকে আউট করলেন শামার জোসেফ। পরে আর ঘুরে দাঁড়াতে পারল না অস্ট্রেলিয়া। আরও একবার অল্পে গুটিয়ে গেল তারা।
জ্যামাইকায় হোয়াইটওয়াশ এড়ানোর অভিযানে দিন-রাতের টেস্টের প্রথম দিনের শেষ ভাগে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজও অবশ্য খুব একটা স্বস্তিতে নেই।
স্যাবাইনা পার্কে ম্যাচের প্রথম দিন শেষে ২০৯ রানে এগিয়ে অস্ট্রেলিয়া। তাদের ২২৫ রানের জবাবে ১৬ রানে ১ উইকেট হারিয়ে দিন শেষ করেছে স্বাগতিকরা। উইন্ডিজের উইকেটটি নেন শততম টেস্ট খেলতে নামা মিচেল স্টার্ক।
কোনো রকম বৃষ্টি বা আলোকস্বল্পতা না হলেও পুরো দিনে খেলা হয় মাত্র ৭৯.৩ ওভার। সিরিজের আগের দুই ম্যাচের মতো পেসারদের দাপট চলমান শেষটিতেও। অস্ট্রেলিয়ার সব উইকেট ভাগাভাগি করে নেন ক্যারিবিয় তিন পেসার শামার, সিলস ও জাস্টিন গ্রিভস।
ফ্লাডলাইটের নিচে পেসবান্ধব কন্ডিশনের কথা বিবেচনায় রেখে নাথান লায়নকে ছাড়া খেলতে নামে অস্ট্রেলিয়া। কোনো চোট সমস্যা ছাড়া ২০১৩ সালের পর এবারই প্রথম একাদশে নেই কিংবদন্তি অফ স্পিনার। উইন্ডিজ একাদশ থেকে জায়গা হারান আগের ম্যাচে একশ টেস্টের মাইলফলক পূর্ণ করা ক্রেইগ ব্রাথওয়েট। সবশেষ ২০ ইনিংসে মাত্র ২টি ফিফটি করা অভিজ্ঞ ওপেনারকে দলে রাখেনি স্বাগতিকরা।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন শামার। সিলস ও গ্রিভসের ঝুলিতে জমা পড়ে ৩টি করে শিকার। ফিল্ডিংয়ের সময় চোট পাওয়ায় স্বাগতিকদের হয়ে ইনিংস সূচনা করতে পারেননি দুই ওপেনার জন ক্যাম্পবেল ও মিকাইল লুইস। তাদের অনুপস্থিতিতে ব্যাটিংয়ে নামেন ব্র্যান্ডন কিং ও কেভলন অ্যান্ডারসন। স্টার্কের বলে ব্যাটের ভেতরের কানায় লেগে বোল্ড হন ২৪ বছর বয়সী টপ-অর্ডার ব্যাটসম্যান। দিনের বাকি সময়ে আর উইকেট পড়তে দেননি কিং ও রস্টোন চেইস।
সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে)
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৭০.৩ ওভারে ২২৫ (খাওয়াজা ২৩, কনস্টাস ১৭, গ্রিন ৪৬, স্মিথ ৪৮, হেড ২০, ওয়েবস্টার ১, কেয়ারি ২১, কামিন্স ২৪, স্টার্ক ০, বোল্যান্ড ৫*, হেইজেলউড ৪; সিলস ১৬-৩-৫৯-৩, শামার ১৭.৩-৪-৩৩-৪, আলজারি ৭-১-২৩-০ গ্রিভস ১৪-২-৫৬-৩, ওয়ারিক্যান ১২-৪-৩৩-০, চেইস ৪-০-১৩-০)
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৯ ওভারে ১৬/১ (কিং ৮*, কেভলন ৩, চেইস ৩*; স্টার্ক ৪-১-৩-১, হেইজেলউড ২-০-৩-০, কামিন্স ২-০-৩-০, বোল্যান্ড ১-১-০-০)