সংগৃহীত ছবি
বিনোদন ডেস্ক : ব্যাচেলর পয়েন্ট’-সিজন ৫ নিয়ে দর্শকের উন্মাদনা ছিল তুঙ্গে। নির্মাতা কাজল আরেফিন অমিও তাদের মূল্যায়ন করেছেন। ওটিটি মাধ্যমে দেখা যাচ্ছে ধারাবাহিকটি। তবে দর্শকের একটি অংশ ইউটিউবে দেখতে চাচ্ছিলেন ধারাবাহিকটি। তাদের নিরাশ করেননি নির্মাতা।
এরইমধ্যে ওটিটিতে প্রকাশিত পর্বগুলোর দুটি উন্মুক্ত করা হয়েছে ইউটিউবে। মিলেছে অভূতপূর্ব সাড়া। পর্ব দুটির দর্শক সংখ্যা মিলিয়নের ঘর অতিক্রম করেছে। গেল ১০ জুলাই ইউটিউবে প্রকাশ পায় ‘ব্যাচেলর পয়েন্ট’-সিজন ৫-এর এপিসোড ০১। মুক্তির ১১ ঘণ্টায় মিলিয়ন ভিউ অতিক্রম করে।
গতকাল ১১ জুলাই প্রকাশ পায় ধারাবাহিকটির দ্বিতীয় এপিসোড। এটি আরও দ্রুত লুফে নেন দর্শক। মাত্র ৭ ঘণ্টায় মিলিয়নের ঘর ছুঁয়ে দেয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ঘণ্টায় দ্বিতীয় এপিসোডের দর্শকসংখ্যা ১.২ মিলিয়নের ঘরে। অন্যদিকে প্রথম এপিসোডের ভিউ ২.৩ মিলিয়ন। সব মিলিয়ে বলা যায় ধারাবাহিকটির কাছে মিলিয়ন ভিউ যেন ডাল-ভাত।
দর্শকের এমন সাড়া পেয়ে উচ্ছ্বসিত কাজল আরেফিন অমি। নিজের ফেসবুকে লেখেন, ‘আপনাদের ভালোবাসা, আমাদের সকল বাধা অতিক্রম করতে শক্তি দেয়। এভাবেই পাশে থাকবেন।’
প্রথম এপিসোড মিলিয়নের ঘর অতিক্রম করলে তিনি লিখেছিলেন, ‘প্রথম ৮ পর্ব ওটিটিতে রিলিজ হওয়ার ১ মাসেরও বেশি সময় পর, সম্পূর্ণ নতুন ইউটিউব চ্যানেলে এপিসোড ১ প্রচারিত হওয়ার ১১ ঘণ্টার মধ্যেই ১ মিলিয়ন অতিক্রম করে।
আরও লিখেছিলেন, ‘ওটিটিতে অসংখ্য মানুষ দেখার পরও এবং বিভিন্ন ধরনের পাইরেসি হওয়ার পরও ইউটিউবে রিলিজ করা মাত্রই আপনাদের এই ভালোবাসায় আমরা সত্যিই মুগ্ধ। ধন্যবাদ দর্শক। এভাবেই ব্যাচেলর পয়েন্টকে এগিয়ে নিয়ে যাবেন আপনারা।’
ইউটিউব চ্যানেল বুম ফিল্মসে প্রকাশ পাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’-সিজন ৫। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে দেখা যাচ্ছে ধারাবাহিকটি।
‘ব্যাচেলর পয়েন্ট’-এর আগের সিজনগুলোতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, মিশু সাব্বির, সাবিলা নূর, সানজানা সরকার রিয়া, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল, পারসা ইভানা প্রমুখ। এবারও তাদের অধিকাংশ রয়েছেন।