ফাইল ছবি
অনলাইন ডেস্ক : পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের (মিটফোর্ড) সামনে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) হত্যার ঘটনায় আরও একজন এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সকালে এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, গ্রেফতারকৃত আসামির নাম মো. টিটন গাজী। কোতয়ালী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
এদিকে, এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। বাকি দু’জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
পুলিশের হাতে গ্রেফতার হওয়া বাকি দু’জন হলেন- মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিন (২২)। গ্রেফতার তারেকের কাছ থেকে একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়।
এর আগে, গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর প্রকাশ্যে লাল চাঁদ ওরফে সোহাগকে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে নৃশংসভাবে হত্যা করা হয়।
সংবাদ পাওয়ার পরপরই কোতয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনার পর নিহতের বড় বোন বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দু’জন এজাহারনামীয় আসামিকে গ্রেপতার করে পুলিশ।
হত্যার কারণ সম্পর্কে ডিসি তালেবুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ব্যবসায়িক দ্বন্দ্ব এবং পূর্বশত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।
ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ও বাকি জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।