সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক সোমবার রাজধানীর ঢাকা-১৩ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলা নগর এলাকায় গণসংযোগ করেছেন।
তিনি মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকায় পাবনা হাউস গলি জামে মসজিদে আসরের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরবর্তী সময়ে আসরের নামাজ শেষে রায়ের বাজার পুলিশ ফাঁড়ির সামনে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৪নং ওয়ার্ড ইউনিটের দায়িত্বশীলদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় তিনি সংগঠনের চলমান কার্যক্রম পর্যালোচনা করেন এবং সাংগঠনিক দায়িত্ব পালনে নিষ্ঠা, ত্যাগ ও শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরেন।
সন্ধ্যায় তিনি পশ্চিম ধানমন্ডি আল আকসা মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন এবং নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।
মাগরিবের পরে তিনি চাঁদ উদ্যান হোসেন মার্কেটের সামনে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৩ নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত শহীদ শরীফ ওসমান হাদীর মাগফেরাত কামনায় অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। আলোচনায় শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।








