সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের উচ্চাকাঙ্ক্ষা ‘সম্পূর্ণভাবে থামানো উচিত’ বলে জানিয়েছে উত্তর কোরিয়া। রবিবার এ খবর প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)।
কেসিএনএ-এর প্রতিবেদনে বলা হয়, জাপান স্পষ্টভাবে পারমাণবিক অস্ত্র তৈরির ইচ্ছা প্রকাশ করছে। এই উচ্চাকাঙ্ক্ষা জাপানের নিরাপত্তা ও অঞ্চলের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ হুমকি সৃষ্টি করতে পারে।
সংবাদ সংস্থার মতে, দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন তৈরির অনুরোধ যুক্তরাষ্ট্র অনুমোদনের পরপরই জাপান সক্রিয়ভাবে এই ধরনের মন্তব্য করতে শুরু করেছে। গত অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট লি জে মিউং-এর সঙ্গে বৈঠকের পরে পারমাণবিক চালিত সাবমেরিন তৈরির অনুমোদন দিয়েছেন।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ইনস্টিটিউট ফর জাপান স্টাডিজের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, এটি কোনো ‘অপ্রাসঙ্গিক’ বিবৃতি নয়, বরং এটি জাপানের পারমাণবিক অস্ত্র তৈরির দীর্ঘ দিনের উচ্চাকাঙ্ক্ষাকে স্পষ্টভাবে প্রতিফলিত করে।
তিনি আরও বলেন, জাপান পারমাণবিক অস্ত্র অর্জন করলে এশীয় দেশগুলো একটি ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের সম্মুখীন হবে।
টোকিওর একজন কর্মকর্তা জাপানের পারমাণবিক অস্ত্র রাখা উচিত বলে মন্তব্য করার পর উত্তর কোরিয়া রোববার এ মন্তব্য করে। জাপানের নিরাপত্তা নীতি প্রণয়নে ওই কর্মকর্তা জড়িত ছিলেন বলে জানা গেছে। সূত্র: রয়টার্স, এএফপি








