ফাইল ফটো
অনলাইন ডেস্ক : বিশ্ববাজারে দক্ষ জনশক্তি রপ্তানির নতুন দিক উন্মোচনের লক্ষ্যে জাপানি ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি জানান, যারা জাপানি ভাষায় পারদর্শী, তাদের জন্য রয়েছে বিভিন্ন লেভেলের সুযোগ, এবং লেভেল ফোর পর্যন্ত উত্তীর্ণ হলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে জাপানে।
তিনি বলেন, “যারা জাপানি ভাষা শিখে লেভেল ফোর পর্যন্ত পাস করতে পারবে, তাদেরকে কাজের জন্য নিয়ে যাওয়া হবে। বিষয়টি এখন আর কেবল কথা নয়, বাস্তবায়নের দিকেই যাচ্ছে।” এই উদ্যোগ বাস্তবায়নে একটি বড় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জানিয়ে ড. ইউনূস বলেন, “আমরা প্রাথমিকভাবে এক লাখ ছেলে-মেয়েকে জাপানি ভাষা শেখানোর লক্ষ্যে এগোতে চাই। অবশ্যই এটা রাতারাতি সম্ভব নয়। শুরুটা হবে ২০০ থেকে ৫০০ জন দিয়ে, এরপর ধাপে ধাপে বাড়িয়ে হাজারে, তারপর লাখ এ পৌঁছানো হবে।
তিনি আরও বলেন, “আমরা শিক্ষক সংগ্রহ করব, প্রয়োজনে বিদেশ থেকেও শিক্ষক আনা হবে। ভাষা শিক্ষার সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি আমরা নেব।” ড. ইউনূস এই উদ্যোগকে শুধু ভাষা শিক্ষা নয়, বরং তরুণ উদ্যোক্তাদের জন্য একটি বৈশ্বিক সুযোগ হিসেবে দেখছেন। তিনি বলেন, “এটি একটি সম্ভাবনার দ্বার খুলে দেবে। তরুণদের দক্ষ করে গড়ে তোলা গেলে আমরা বহুদূর যেতে পারবো। এটা কেবল শুরু, একবার শুরু হলে আর থামবে না।
পরিশেষে তিনি আশা প্রকাশ করেন, ভাষা শিখে বিদেশে কাজ করতে গিয়ে যারা সফল হবে, তারা ফিরে এসে বাস্তব অভিজ্ঞতা দিয়ে অন্যদের উৎসাহিত করবে।